Apan Desh | আপন দেশ

ইবি নওগাঁ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ, সম্পাদক মোজাহিদুল

সংবাদদাতা

প্রকাশিত: ২২:২২, ১৯ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২২:২৩, ১৯ ডিসেম্বর ২০২৪

ইবি নওগাঁ ছাত্রকল্যাণ সমিতির সভাপতি হাবিবুল্লাহ, সম্পাদক মোজাহিদুল

হাবিবুল্লাহ ও মোজাহিদুল। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতির ২০২৪-২৫ বর্ষের আংশিক কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির সভাপতিহাবিবুল্লাহ। সে আল ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হিসেবে গণিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোজাহিদুল ইসলাম মনোনীত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সংগঠনটির সদ্য সাবেক সভাপতি বোরহান উদ্দিন ও (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক রবিউল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটির আগামী এক বছরের জন্য অনুমোদন দেয়া হয়।
 
বিবৃতিতে বলা হয়, আগামী ১৫ দিনের মধ্যে নবমনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা পরিষদের সঙ্গে পরামর্শ করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

নবমনোনীত সভাপতি হাবিবুল্লাহ বলেন, নওগাঁ জেলা ছাত্রকল্যাণ সমিতি একটি সেবামূলক সংগঠন। এটি প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। আমাকে যে গুরু দায়িত্ব দওয়া হয়েছে আমি ইবিতে নওগাঁ জেলা হতে আগত শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাবো। সংগঠনকে গতিশীল রাখতে ও সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সংশ্লিষ্টদের সঙ্গে পরামর্শ করে আমাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়