Apan Desh | আপন দেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস ক্লাবের সভাপতি মুতাসিম বিল্লাহ, সাধারণ সম্পাদক জি এম ফারুক

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১৩:৪৭, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ২১:১৫, ২১ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস ক্লাবের সভাপতি মুতাসিম বিল্লাহ, সাধারণ সম্পাদক জি এম ফারুক

ব্যারিস্টার মুতাসিম ও জি এম ফারুক। ছবি: সংগৃহীত

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‌‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব, ঢাকা’র বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এজিএমে ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নতুন কমিটিতে ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক রোটারি গভর্নর (ডিজি ২১-২২) ও জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জি এম ফারুক স্বপন।

এজিএমে এক্স-স্টুডেন্ট ক্লাব সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক চাকসু ভিপি এস এম ফজলুল হক, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জাকারিয়া, ড. মাহবুবুর রহমান আজাদ, ড. শাহ মোহাম্মদ সেলিম, ওয়াদুদ ভূইয়া (সাবেক এমপি), ম. ইকবাল কবীর, ভিকারুননেছা চিনু, মো. তাজুল ইসলাম, আসলাম চৌধুরী, আমিন হিলালী, অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকী, ড. রফিকুল ইসলাম হেলালী, সালাউদ্দিন রেজা, মামুনুর রশিদ, মহিউদ্দিন বাদলসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব।

এটি ছিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য একটি মিলনমেলার উপলক্ষ। সেখানে একত্রিত হয়ে তারা নিজেদের অতীত স্মৃতি স্মরণ করেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়