Apan Desh | আপন দেশ

মানবাধিকার দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা 

মাভাবিপ্রবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৮:২৮, ২১ ডিসেম্বর ২০২৪

আপডেট: ১৮:৩২, ২১ ডিসেম্বর ২০২৪

মানবাধিকার দিবস উপলক্ষে মাভাবিপ্রবিতে বিতর্ক প্রতিযোগিতা 

পুরস্কার প্রদান করছেন মাভাবিপ্রবি ভিসি। ছবি: আপন দেশ

ভায়োলেন্স, অপ্রেশান অ্যান্ড ফিয়ার: আক্রনিকাল অব হিউম্যান রাইটস ভায়োলেশান ইন বাংলাদেশ' শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা, সেমিনার করেছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স (সিপিএস) বিভাগ এ প্রতিযোগিতার আয়োজন করে।

শনিবার (২১ ডিসেম্বর) দুপুর ১টায় গনিত বিভাগ এবং সিপিএস বিভাগের মধ্যে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিকেল ৩ টায়, তৃতীয় অ্যাকাডেমিক ভবনের সেমিনার রুমে উল্লেখিত বিষয়ে সেমিনার এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়।  

উক্ত অনুষ্ঠানে রানার্স আপ দল হিসেবে মনোনীত হয় সিপিএস বিভাগ এবং চ্যাম্পিয়ন দল হিসেবে মনোনীত হয় ম্যাথ বিভাগ। 

এর আগে গত ৯ ডিসেম্বর সিপিএস বিভাগের গ্যালারি রুমে আয়োজিত হয় আন্ত:বিভাগ বিতর্কের প্রথম তিন রাউন্ড এবং সেমি ফাইনাল। বিতর্ক প্রতিযোগিতায় মোট দশটি বিভাগ অংশগ্রহণ করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাভাবিপ্রবির ভিসি প্রফেসর ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ। ডিস্টিঙ্গুইশড স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন লেবর রিফর্ম কমিশন অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টর সৈয়দ সুলতান উদ্দীন আহম্মেদ। এছাড়াও গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, এইচআর অ্যান্ড অ্যাডমিন শামসুল আরেফিন। চেয়ার হিসেবে উপস্থিত ছিলেন সিপিএস বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিপিএস বিভাগের  প্রফেসর ড. রোকসানা সিদ্দীকা এবং এ বিষয়ক থিমেটিক উপস্থাপন করেন অ্যাসোসিয়েট প্রফেসর . মো. বশির উদ্দীন খান। এছাড়াও বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, মানবাধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের প্রত্যেকের উচিত এ বিষয়ে লক্ষ্য রাখা যাতে কোন ব্যক্তির মানবাধিকার আমাদের দ্বারা কোনভাবে ক্ষুন্ন না হয়। আমাদের আত্মিক উন্নয়নের দিকে মনোযোগ দিতে হবে। আত্ম উন্নয়ন ব্যতীত দেশ ও দশের মঙ্গল সম্ভব নয়। আমাদের সকলকে নিজের অধিকার সম্পর্কে জানতে হবে। অন্যদেরকেও সে সম্পর্কে অবগত করতে হবে।

তিনি বলেন, সকল বিভাগের শিক্ষার্থীরা এ বিষয়ে এক সঙ্গে কাজ করতে পারে এবং একে অপরের অধিকার রক্ষা, অধিকার আদায়ে  সচেতনতাসহ সকলে সকলের সঙ্গে সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ প্রদর্শন করতে হবে। পূর্বক মানবাধিকার রক্ষায় একটি সুন্দর নিদর্শন স্থির করতে পারি। মানবাধিকার রক্ষার প্রসারতা বৃদ্ধি এবং মানবাধিকার লঙ্ঘন বিষয়ে সচেতনতাই পারে সমাজে বিদ্যমান নানান স্থবিরতা দূর করেতে।

সেমিনার শেষে সকল অংশগ্রহণকারীকে পুরস্কৃত করা হয়।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়