রাকসু নির্বাচনের রোডম্যাপসহ ৫ দফা দাবিতে পাচার্য সালেহ হাসান নকিব বরাবর স্বারকলিপি প্রদান করেছেন ছাত্র মিশনের সভাপতি জি. এ সাব্বির। ছবি: আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) রাকসুর নির্বাচনের রোডম্যাপ সহ ৫ দফা দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সমাজ, ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র মিশনসহ তিনটি সক্রিয় ছাত্রসংগঠন।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনে উপাচার্য সালেহ হাসান নকিব বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।
ছাত্র সংগঠনের দাবিগুলো হলো, ১) আওয়ামী দুঃশাসনের সমর্থক, জুলাই বিপ্লবের শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে পুলিশ লেলিয়ে দেয়া এবং মিছিল-সমাবেশ করা শিক্ষক ও কর্মকর্তাদের সকল দায়িত্ব থেকে অবিলম্বে বহিষ্কার করতে হবে। ২) জুলাই বিপ্লবের বিরোধিতায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। ৩) নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ক্যাম্পাস থেকে নিষিদ্ধ এবং তাদের ছাত্রত্ব ও সনদ বাতিল করতে হবে। ৪) অবিলম্বে রাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে। এবং ৫) ক্যাম্পাসে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত প্রক্টরিয়াল বডির টহল পরিচালনা করতে হবে।
ছাত্র মিশনের সভাপতি জি. এ সাব্বিরের নেতৃত্ব স্মারকলিপি প্রদানের সময় ছাত্র নেতারা ন্যায়বিচার ও শান্তি প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতিজ্ঞা করেন।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।