Apan Desh | আপন দেশ

রাবি শিক্ষার্থীকে হত্যার হুমকির বিচার দাবিতে মানববন্ধন 

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:৩৬, ২৪ ডিসেম্বর ২০২৪

রাবি শিক্ষার্থীকে হত্যার হুমকির বিচার দাবিতে মানববন্ধন 

রাবি শিক্ষার্থীকে হত্যার হুমকির বিচার দাবিতে মানববন্ধন।

দুর্নীতি ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় নেত্রকোনার দুর্গাপুরে রাবি শিক্ষার্থী ও মানবাধিকার কর্মী কাজী আশফিক রাসেলকে হত্যার হুমকি ও অভিযুক্ত আওয়ামী সন্ত্রাসী ফারুক গ্যাংসহ সকল সিন্ডিকেটের দুর্নীতির সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, স্বৈরাচারের পূনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসাবে রাসেলের উপর হামলা করা হয়। ২৪-এর বিপ্লব পরবর্তী প্রশাসন স্বৈরাচার আওয়ামী বাহিনীর কোনো ব্যবস্থা নিতে পারছে না এটা তাদের দুর্বলতা ছাড়া আর কিছুনা। শুধু রাসেল নয়, সারাদেশে যত ফ্যাসিবাদের আগ্রাসন চালাচ্ছে তার তিব্র প্রতিবাদ জানাই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী সজীব বলেন, দুর্নীতি ও নিপীড়ন বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেয়ায় নেত্রকোনার দুর্গাপুরে রাবি শিক্ষার্থী ও মানবাধিকার কর্মী কাজী আশফিক রাসেলকে হত্যার হুমকির প্রতিবাদে আমরা স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। যত দ্রুত সম্ভব রাসেল ভাইয়ের ওপর হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার আমরা দেখতে চাই এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন গত ১৫ বছর বিভিন্ন হত্যাযজ্ঞ, নির্যাতন, দুর্নীতি চালিয়ে ফ্যাসিজম প্রতিষ্ঠার জন্য তিলে তিলে সাপোর্ট দিয়ে গেছে তাদের বিচার দেখতে চাই। আমরা যে বিচারটা দেখতে পাচ্ছি তা মব জাস্টিসকে উসকে দিচ্ছে, যদি মব জাস্টিস ঠেকাতে চান তাহলে জাস্টিস প্রতিষ্ঠা করুন।

মানববন্ধনে অংশগ্রহণকারী আরেক শিক্ষার্থী বলেন, যে স্বৈরাচার প্রশাসন ১৬ ও ১৭ জুলাই নিজে দাড়িয়ে থেকে শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছে আমরা তাদের বিচার চাই। শুধু বিপ্লব পরবর্তী নয় বিপ্লবের আগেও হলে হলে নিয়ে গিয়ে টর্চার সেলে যারা নির্মমতা চালিয়ে তাদের এখনো বিচার হয় নাই। শুধু শিক্ষার্থী নয় যে সকল শিক্ষক এর সাথে জড়িত ছিল তাদের বিচারও হয়নি। আমরা যে বিচারহীনতা দেখতে পাচ্ছি তা মব জাস্টিসকে উসকিয়ে দিচ্ছে। আপনারা দ্রুত বিচারের আওতায় আনার চেষ্টা করুন অন্যথায় আবার মব জাস্টিস শুরু হতে পারে।

মানববন্ধনে স্টুডেন্ট রাইটস এসোসিয়েশনের সদস্যরাসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসএমএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়