Apan Desh | আপন দেশ

রাবি প্রশাসনকে ৭দিনের আল্টিমেটাম

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:১৬, ২৬ ডিসেম্বর ২০২৪

রাবি প্রশাসনকে ৭দিনের আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয় লোগো

আন্দোলনের তিন মাস পার হয়ে গেলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রসাশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা। তাদের বিচারের আওতায় আনতে না পারলে পদত্যাগ করতে হবে। এমন দাবি রেখে রাবি প্রসাশনকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। 

বুধবার (২৫ ডিসেম্বর) শেষ প্রহরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। 

বিজ্ঞপ্তিতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাবির সমন্বয় সালাউদ্দিন আম্মার বলেন, সাত দিনের মধ্যে প্রশাসনের ফ্যাসিস্ট শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের বিচারের আওতায় না আনলে রাবি প্রশাসনিক ভবনে তালা দিবে শিক্ষার্থীরা।

তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আবারো হুঁশিয়ারি দিয়ে বলেন, সাত দিন পরে ভুলে যাবো আপনাদের সঙ্গে আন্দোলন করেছি। শহীদের এক ফোটা রক্তের সঙ্গে বেইমানী নয়। দায়িত্ব পালন করতে না পারলে পদত্যাগ করবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়