মানববন্ধন করেছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পোষ্য কোটার যৌক্তিক সংস্কারসহ চার দফা দাবিতে রেজিস্ট্রার ভবনের সামনে মানববন্ধন করেছে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা ভিসি কোটা বাতিল, পোষ্য কোটার সংস্কার, ভর্তি পরীক্ষার আবেদন ফি ও ইউনিট সংখ্যা কমানো এবং অভিন্ন প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা পদ্ধতি চালুর দাবি জানান।
ইংরেজি ৫০ ব্যাচের শিক্ষার্থী মাহদি বলেন, পোষ্য কোটার মাধ্যমে ভর্তি হওয়া শিক্ষার্থীরা অনেক সময় পড়াশোনা শেষ করতে পারেন না। অপরদিকে, অনেক মেধাবী শিক্ষার্থী ভর্তিযুদ্ধে বাদ পড়ে যান। শিফটভিত্তিক ভর্তি পরীক্ষায় বিভিন্ন শিফটে প্রশ্নপত্রের মানের পার্থক্যের কারণে শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছেন।
৫০ ব্যাচের আরেক শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, কোটা সংস্কারের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও এখনো সফলতা আসেনি। ভিসি কোটা বাতিল না হওয়া পর্যন্ত এ বৈষম্য দূর হবে না। এটি আমাদের জন্য লজ্জার এবং হতাশাজনক।
শিক্ষার্থী জোবায়ের শাবাব বলেন, ভিসি কোটার মাধ্যমে দুর্নীতির সুযোগ তৈরি হয়েছে। এ কোটা বাতিল করা জরুরি। পাশাপাশি অযৌক্তিকভাবে নির্ধারিত উচ্চ আবেদন ফি কমিয়ে আনতে হবে, যা সাধারণ শিক্ষার্থীদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
আন্দোলনের অন্যতম সংগঠক আব্দুর রশিদ জিতু বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন মৌখিক আশ্বাস দিলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। দাবি মানা না হলে আগামী কর্মদিবসে প্রশাসনিক ভবন ঘেরাও করা হবে। এ সমস্যাগুলোর সমাধান ছাড়া ভর্তি পরীক্ষা হতে দেয়া হবে না।
উল্লেখ্য, গত ১৪ নভেম্বর থেকে গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলনের ব্যানারে ভিসি কোটা বাতিল ও পোষ্য কোটা সংস্কারের দাবিতে এ আন্দোলন চলছে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।