Apan Desh | আপন দেশ

জাবিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি, উপাচার্য কোটা বাতিল, আবেদন ফি কমেছে

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৯, ২৭ ডিসেম্বর ২০২৪

জাবিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি, উপাচার্য কোটা বাতিল, আবেদন ফি কমেছে

জাবির ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধার নাতি-নাতনি কোটা এবং উপাচার্য কোটা বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নতুন নিয়মে ইউনিট সংখ্যা ১০ থেকে কমিয়ে ৭ নির্ধারণ করা হয়েছে। ভর্তি আবেদন ফি কমানো হয়েছে। এখন থেকে প্রতি ইউনিটের আবেদন ফি নির্ধারিত হবে এভাবে:

‘এ’ ইউনিট (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ ও আইআইটি): ৭০০ টাকা, ‘বি’ ইউনিট (সমাজবিজ্ঞান অনুষদ): ৭০০ টাকা, ‘সি’ ইউনিট (কলা ও মানবিকী অনুষদ, আইন অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট): ৭০০ টাকা, ‘সি-১’ ইউনিট (নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ, চারুকলা বিভাগ): ৫০০ টাকা, 
‘ডি’ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ): ৭০০ টাকা, ‘ই’ ইউনিট (বিজনেস স্টাডিজ অনুষদ): ৬০০ টাকা ও আইবিএ-জেইউ পৃথক ইউনিট: ৫০০ টাকা। 

নতুন নিয়মে শিফটভিত্তিক মেধা তালিকা

একাধিক শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হলে বরাদ্দকৃত মোট আসন সমহারে ভাগ করে প্রতি শিফটে মেধা তালিকা প্রস্তুত করা হবে। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার জিপিএ যথাক্রমে ১.৫ এবং ২.৫ দ্বারা গুণ করে লিখিত পরীক্ষার নম্বরের সঙ্গে যোগ করে পৃথক মেধা তালিকা তৈরি হবে।

পাশ নম্বর বৃদ্ধি এবং পোষ্য শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা

এবার থেকে ভর্তি পরীক্ষার পাশ নম্বর ৩৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৫ শতাংশ করা হয়েছে। এছাড়া পোষ্য শিক্ষার্থীদের জন্য প্রতি বিভাগে সর্বোচ্চ ৪টি আসন সংরক্ষণের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় উপ-উপাচার্য (শিক্ষা), উপ-উপাচার্য (প্রশাসন), কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাবি প্রশাসনের মতে, এ সিদ্ধান্তগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও মেধাভিত্তিক করতে সহায়ক হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়