আমরণ অনশনে বসেছেন জিয়া উদ্দিন আয়ান।
জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এবং অবিলম্বে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (জাকসু) কার্যকরের দাবিতে আমরণ অনশনে বসেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে তিনি এ কর্মসূচি শুরু করেন।
জিয়া উদ্দিন আয়ান বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী। তিনি দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক হিসেবে সক্রিয় ছিলেন। এছাড়া, বিভিন্ন সামাজিক ও ছাত্র অধিকার বিষয়ক আন্দোলনে তার নেতৃত্ব রয়েছে।
জিয়া উদ্দিন আয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়। কিন্তু প্রশাসন এখনো হামলাকারীদের গ্রেফতার বা বিচারের কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি। তারা প্রকাশ্যে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, এমনকি ক্লাস ও পরীক্ষায় অংশ নিচ্ছে। গত সেপ্টেম্বর মাসে তদন্ত কমিটি গঠিত হলেও চার মাস পেরিয়ে গেলেও কোনো প্রতিবেদন জমা পড়েনি। প্রশাসনের এ উদাসীনতায় আমরা হতাশ।
তিনি আরও জানান, গত ৮ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখোশধারী এক ব্যক্তি আমাকে প্রাণনাশের হুমকি দেয়। প্রশাসনের কাছে সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও অভিযুক্তকে শনাক্ত বা আটক করতে কোনো পদক্ষেপ নেয়া হয়নি। আমাদের নিরাপত্তা এখন হুমকির মুখে। তাই দাবি করছি, তদন্ত কমিটি আজকের মধ্যে রিপোর্ট প্রদান করুক এবং মামলা গ্রহণের প্রস্তুতি নিক। এ বিষয়ে লিখিত প্রতিশ্রুতি ছাড়া আমি অনশন থেকে সরে দাঁড়াব না।
আয়ান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় দেয়া নয় দফার সাত নম্বর দফা ছিল প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ কার্যকর করা। কিন্তু এখন পর্যন্ত জাকসু কার্যকরের জন্য কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি। বারবার মিটিং ও আশ্বাস দেয়া হলেও বাস্তবায়ন হয়নি। আমার দাবি, আজকের মধ্যে জাকসু কার্যকরের রোডম্যাপ প্রকাশ করতে হবে এবং নির্বাচন কমিশন গঠন করতে হবে।
অনশনের সময় বিশ্ববিদ্যালয়ের এবং প্রোভিসি অধ্যাপক সোহেল আহমেদ ঘটনাস্থলে এসে আয়ানের সঙ্গে কথা বলেন। প্রোভিসি জানান, তদন্ত কমিটির কাছ থেকে জেনেছি, আগামী ৭ জানুয়ারির মধ্যে প্রাথমিক এবং ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়া হবে। এছাড়া, উপাচার্য মহোদয় আগামীকাল জাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন।
তবে আয়ান লিখিত প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত তার অনশন চালিয়ে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেছেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।