Apan Desh | আপন দেশ

রাবিতে হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫’

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৪৯, ৩০ ডিসেম্বর ২০২৪

রাবিতে হতে যাচ্ছে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫’

ছবি: আপন দেশ

উন্নয়ন, নেতৃত্ব ও সৃজনশীলতার মঞ্চে দেশের তরুণদের একত্রিত করতে প্রস্তুত ইউনিস্যাব রাজশাহী ডিভিশন। তারা আগামী ১০ ও ১১ জানুয়ারি অনুষ্ঠিত করতে যাচ্ছে ‘ন্যাশনাল ইয়ুথ লিডারশীপ সামিট ২০২৫’।

এ বছরের থিম হচ্ছে “Leadership in the Face of Global Challenges: Sustainability and Innovation”। সামিটের মূল লক্ষ্য হলো তরুণদের নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা। বর্তমান বিশ্বে পরিবেশগত, সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জগুলো মোকাবিলায় তাদের ভূমিকা তুলে ধরা।

১ ডিসেম্বর থেকে শুরু হওয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখন অনলাইনে চলমান রয়েছে। এ প্রক্রিয়া ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। তবে ১ ও ২ জানুয়ারি পুনরায় অফলাইন ও অনলাইন উভয় মাধ্যমেই রেজিস্ট্রেশন করার সুযোগ থাকছে। সকল নিবন্ধন প্রক্রিয়া ২ জানুয়ারি বন্ধ হবে।

অংশগ্রহণের জন্য শিক্ষার্থীদের দুটি সদস্য নিয়ে একটি টিম গঠন করে রেজিস্ট্রেশন করতে হবে। প্রতিটি টিমের জন্য রেজিস্ট্রেশন ফি ২ হাজার টাকা।

এতে রয়েছে দুটি ওয়ার্কশপ, দুটি প্যানেল ডিসকাশন, একটি প্রবলেম সলভিং ও একটি প্রেজেন্টেশন। এছাড়া প্রতিটি প্যানেল থেকে নির্বাচিত করা হবে এক বা দুইজন ভিশনারি লিডার ও এক ইমার্জিং লিডার। যারা পাবেন ক্রেস্ট এবং সার্টিফিকেট। অন্যান্য অংশগ্রহণকারীরাও পাবেন সম্মাননাস্বরূপ সার্টিফিকেট।

এ ইভেন্টে বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। এটি ইউনিস্যাবের একটি সিগনেচার ইভেন্ট। যা তরুণদের নেতৃত্বের প্রতি আগ্রহ ও তাদের সম্ভাবনাকে আরও উজ্জীবিত করবে।

এ ইভেন্টটি ইউনিস্যাবের একটি সিগনেচার ইভেন্ট। ইউনিস্যাব রাজশাহী ডিভিশনের ফেইসবুক পেজে রেজিস্ট্রেশন লিংক পাওয়া যাবে।

আপন দেশ/এমবি
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়