
রাবির ফাইল ছবি
রাত ৮টার পরে ক্যাম্পাসে বিশেষ প্রয়োজন ছাড়া বহিরাগত কাউকে প্রবেশ করতে দেবে না রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন। সোমবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় লিখিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। ছিনতাইসহ বেশকিছু অপ্রীতিকর ঘটনা নিরসন, ক্যাম্পাসের অভ্যন্তরে শৃঙ্খলা ও সুন্দর পরিবেশ বজায় রাখার স্বার্থে লক্ষ্যে এমন সিদ্ধান্ত-বিজ্ঞপ্তিতে যোগ করে প্রশাসন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩১ ডিসেম্বর বিকাল ৫টা থেকে ১ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত বিনা অনুমতিতে বহিরাগতদের ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি.সি. চত্ত্বরে ৩১ ডিসেম্বর পিঠার দোকানসমূহ বন্ধ রাখার আদেশ দেয়া হয়।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।