Apan Desh | আপন দেশ

পাঠ্যবইয়ে যুক্ত হলো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

নিজস্ব প্রতিবদেক

প্রকাশিত: ১১:৫৫, ১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২২, ১ জানুয়ারি ২০২৫

পাঠ্যবইয়ে যুক্ত হলো স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান

সংগৃহীত ছবি

২০২৫ শিক্ষাবর্ষের জন্য নতুন প্রাথমিক ও মাধ্যমিক পাঠ্যবইয়ে লেখা হবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান। এর আগে বইগুলোতে লেখা ছিল যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। তবে নতুন পাঠ্যবইগুলোর মধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

বুধবার (১ জানুয়ারি) থেকে এ নতুন পাঠ্যবই বিতরণ শুরু করা হবে।

জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যবই বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেজাউল হাসান জানান, ২০২৫ সালের শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবইয়ে লেখা হবে, ‌‘২৬ মার্চ ১৯৭১ সালে জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। ২৭ মার্চ তিনি বঙ্গবন্ধুর পক্ষে আরেকটি স্বাধীনতার ঘোষণা দেন।’ ২০১০ সালের পর থেকে যখন শেখ হাসিনা দ্বিতীয়বার ক্ষমতায় আসেন। পাঠ্যবইয়ে লেখা ছিল যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানি সেনাবাহিনী দ্বারা আটক হওয়ার আগেই একটি ওয়্যারলেস বার্তার মাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

এছাড়া লেখক ও গবেষক রাখাল রাহা পাঠ্যবইয়ের পরিবর্তন প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন। বলেছেন যে তারা চেষ্টা করেছেন পাঠ্যবইগুলোকে ‘অতিরঞ্জিত, চাপানো ইতিহাস’ থেকে মুক্ত করতে। এ পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে এটি বিশ্বাস করা হয় যে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। জিয়াউর রহমান শুধু সে ঘোষণা পাঠ করেছিলেন। যেটি মুজিবের নির্দেশনায় ছিল। অন্যদিকে বিএনপির সমর্থকরা মনে করেন, জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষণা করেছিলেন। সূত্র: দ্য ডেইলি স্টার

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়