Apan Desh | আপন দেশ

জাবিতে থার্টি ফার্স্ট নাইটে মাদকসহ ৯ শিক্ষার্থী আটক

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:৩৬, ১ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৪:২৪, ১ জানুয়ারি ২০২৫

জাবিতে থার্টি ফার্স্ট নাইটে মাদকসহ ৯ শিক্ষার্থী আটক

ছবি: আপন দেশ

থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর টিম পরিচালিত অভিযানে মাদকসহ ৯ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) রাত ১টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘সুন্দরবন’ এলাকায় অভিযান পরিচালিত হয়। এসময় সন্দেহজনক কার্যকলাপ পর্যবেক্ষণ করে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ করা হয়। এসময় তাদের কাছে মাদকদ্রব্য পাওয়া যায়। অভিযানের পর কয়েকজন শিক্ষার্থী মাদক সেবনের কথা স্বীকারও করেছেন বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে ৩০ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি নির্দেশনায় ৩১ ডিসেম্বর রাতে ক্যাম্পাসে শৃঙ্খলা বজায় রাখতে ও অপ্রীতিকর ঘটনা এড়াতে শিক্ষার্থীদের রাত ১০টার মধ্যে হলে ফিরে যাওয়ার নির্দেশ দেয়। একই সঙ্গে ২ জানুয়ারি পর্যন্ত বহিরাগতদের ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়। এছাড়া সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ক্যাম্পাসের বিভিন্ন জায়গা নজরদারির আওতায় আনা হয়। সন্দেহজনক কার্যকলাপ দেখলেই তৎক্ষণাৎ সেখানে অভিযান পরিচালিত হয়।

শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া মদ

আটককৃত শিক্ষার্থীরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিএলসি বিভাগের ৫১তম আবর্তনের মো. শিপন হোসেন ও সতীর্থ বিশ্বাস বাঁধন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২২-২৩ সেশনের প্রিয়ন্তি নাগ, উত্তরা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ফল-২০২৩ সেশনের আফরিন আক্তার আশা। 

অপর গ্রুপে ছিলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম আবর্তনের হ্রই মুইং স্যাং মারমা ও কৃষণ চন্দ্র বর্ম্নল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের খেংচেংফ্রু মারমা ও পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের থোয়াইনুপ্রু এবং প্রাইম নার্সিং কলেজের মাসুই মারমা।

প্রক্টর অধ্যাপক রাশিদুল আলম জানান, আটককৃতদের পরিচয় নিশ্চিত করে তাদের কাছ থেকে মুচলেকা নেয়া হয়েছে। অভিযানের সময় প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী খুব দ্রুত ব্যবস্থা নেয়া হবে। 

প্রশাসন আরও জানিয়েছে, ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়