মো. তামজীদ হোসেন মোল্লা ও নাজিয়া আফরিন।
সম্প্রতি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চারজন সহকারী প্রক্টর নিয়োগ দেয়া হয়। এরমধ্যে যোগদান করেননি দুই সহকারী প্রক্টর। তাদের দুজনের নিয়োগ নিয়ে নানা আলোচনা সমালোচনা চলছিল।
বুধবার (০১ জানুয়ারি) রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মো. আখতার হোসেন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তারা দুজন হলেন- ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের মো. তামজীদ হোসেন মোল্লা ও চিকিৎসা মনোবিজ্ঞান বিভাগের নাজিয়া আফরিন।
এ বিষয়ে মো. তামজীদ হোসেন মোল্লা বলেন, আমাদের কেউ চাপ প্রয়োগ করেনি বা যোগদান থেকে বিরত রাখেনি। তবে কী প্রক্রিয়ায় আমাদের নির্বাচন করা হয়েছে, তা আমি জানি না।
নাজিয়া আফরিন বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা নেই। বলা হয়েছিল, যোগদানের এক বছরের মধ্যে অতিরিক্ত সুবিধাগুলো পাব, কিন্তু আমরা এখনও যোগদান করিনি। নিয়োগের প্রক্রিয়া কীভাবে হয়েছে, সে বিষয়ে আমরা অবগত নই।
উল্লেখ্য, গত ২৫ ডিসেম্বর তার নিয়োগ বাতিলসহ শাস্তির আওতায় আনতে ৭ দিনের আল্টিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।