বহিরাগতদের অনৈতিক কর্মকাণ্ড ক্রমাগত বাড়ছে।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) বহিরাগতদের অনৈতিক কর্মকাণ্ড ক্রমাগত বাড়ছে। এতে ক্যাম্পাসে চরম বিড়ম্বনায় পড়ছেন শিক্ষার্থীরা। প্রকাশ্যে অসামাজিক কার্যকলাপে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। প্রশাসনের নজরদারির অভাবে এ ধরনের ঘটনা বাড়ছে বলে জানায় শিক্ষার্থীরা।
সরেজমিনে ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন, বৈশাখী চত্বর, আমবাগান, টিএসসি লেকের পাড়, নদীর পাড় এবং মৎস্যবিজ্ঞান অনুষদের মাঠ এখন বহিরাগতদের দখলে। এসব স্থানে নিয়ম-নীতি উপেক্ষা করে দিনদুপুরে নারী-পুরুষের অবাধ মেলামেশা হচ্ছে। সন্ধ্যার পর কিছু জায়গায় মাদকের আড্ডাও জমে। পরিত্যক্ত ফেনসিডিলের বোতল ও জন্মনিয়ন্ত্রণ সামগ্রী পড়ে থাকতে দেখা গেছে।
এ ছাড়া ময়মনসিংহ শহরের বিভিন্ন স্কুল-কলেজের পোশাক পরিহিত শিক্ষার্থীরাও ক্যাম্পাসে এসে অসামাজিক কর্মকাণ্ডে জড়াচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাম্পাসের এসব অনাকাঙ্ক্ষিত ঘটনার ছবি ও ভিডিও প্রায়ই ভাইরাল হচ্ছে, যা ক্যাম্পাসের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
জানা যায়, প্রতিদিন কয়েকশত দর্শনার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসে। ছুটির দিনগুলোতে সংখ্যাটি ছাড়ায় সহস্রাধিক। অনেক দর্শনার্থী অশ্লীলতার অভয়ারণ্য হিসেবে বেছে নেয় ক্যাম্পাসকে। এতে করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পড়ছেন বিব্রতকর পরিস্থিতিতে, অন্যদিকে কেউ হচ্ছেন ইভটিজিংয়ের শিকার। বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী তাদের ভীতি ও অস্বস্তির কথা জানিয়েছেন।
বাকৃবির কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জয় মন্ডল বলেন, ক্যাম্পাসে দিনদুপুরে যে অশ্লীলতা শুরু হয়েছে তাতে আমরা বিব্রত। অনেক সময় আমাদের অবিভাবকরা ক্যাম্পাসে ঘুরতে আসেন। তাদেরকে নিয়ে যখন ক্যাম্পাসটা ঘুরে দেখাই, তখন ক্যাম্পাসে প্রকাশ্যে এমন অশ্লীলতার সম্মুখীন হয়ে অবিভাবকের সামনে লজ্জিত হই। প্রশাসনের যথাযথ নজরদারি থাকলে এমনটা হতো না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল আলীম বলেন, বিষয়টা নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন উদ্বিগ্ন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষকসহ সকলের জন্য খুবই বিব্রতকর। কিন্তু নিরাপত্তাকর্মী সংকট থাকা সত্ত্বেও আমরা ওই সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছি। সামনে প্রক্টরিয়াল বডি আরও নিরাপত্তা জোরদার করবে।
বিষয়টি নিয়ে বাকৃবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, পরিদর্শনের সময় নিরাপত্তা কর্মীরা এমন ঘটনা দেখলে তাদের কঠোর ব্যবস্থা নেয়ার নিদের্শ দেয়া আছে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।