Apan Desh | আপন দেশ

কুবিতে শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

কুবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৪, ২ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:৩৩, ২ জানুয়ারি ২০২৫

কুবিতে শিক্ষক নিয়োগে অস্বচ্ছতার অভিযোগে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

ছবি: আপন দেশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগ তুলেছেন সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় প্রশাসনিক ভবনে তারা সংবাদ সম্মেলন করেন।

গণিত বিভাগের শিক্ষার্থী হান্নান রহিম বলেন, কুবিতে পূর্বে ২৫-৩০ লাখ টাকার বিনিময়ে রাজনৈতিক প্রভাব খাটিয়ে শিক্ষক নিয়োগের অভিযোগ রয়েছে। এখনো একই প্রবণতা চলছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই, এমন অনিয়ম হলে বিশ্ববিদ্যালয়ে কেউ শান্তিতে থাকতে পারবে না। পূর্বে যারা এ বিষয়ে জড়িত ছিলেন, তাদের নতুন কোনো নিয়োগে হস্তক্ষেপের সুযোগ দেয়া যাবে না।

লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী ওসমান গণি বলেন, পাঁচ আগস্টের পর নিয়োগ পাওয়া প্রশাসন নানা ভুল করছে। শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে কোনো ধরনের বেইমানি আমরা মেনে নেব না। শিক্ষকদের অনুপাতে বিভাগগুলোর মধ্যে বৈষম্য স্পষ্ট। সাংবাদিকতা বিভাগে তিনজন শিক্ষক রয়েছেন, অথচ অন্য বিভাগে শিক্ষক সংখ্যা দশ-পনেরো। আমরা চাই স্বচ্ছ ভিত্তিতে শিক্ষক নিয়োগ হোক। আমরা প্রশাসনের বিরুদ্ধে দাড়াইনি। আমরা আমাদের দাবিগুলো জানাতে দাড়িয়েছি। ৫ জানুয়ারির মধ্যে প্রশাসন সঠিক জবাব না দিলে আমরা আবার আন্দোলনে নামবো।

আরও পড়ুন<<>> কুবিতে শিক্ষক নিয়োগে এ কেমন পরীক্ষা!

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভূঁইয়া বলেন, ছাত্রজনতা রাজপথে যে রক্ত ঝরিয়েছে সেটি ছিল একটু সুষ্ঠ ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে। বিশ্ববিদ্যালয়ের যে নতুন প্রশাসন এসেছে তারা বিশ্ববিদ্যালয়ের কে প্রশ্নবিদ্ধ করছে। আমরা অতীতে দেখেছি বউকে নিয়োগ দেয়ার জন্য নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করা হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রক্রিয়ায়  চলতেছে সেইটা মান্ধাতা আমলের কোনো স্পষ্ঠতা নাই শিক্ষার্থীদের সম্পৃক্ততা নাই নিয়োগ হওয়া অবধি কিভাবে হয়েছে আমার জানতে পারি না। এমন অনেক নিউজ আছে যেখানে রাজনৈতিক ব্যক্তিরা হস্তক্ষেপ করত সেইটা থেকে আমরা বের হতে চাই। তাই আমরা বলে দিতে চাই নিয়োগ প্রক্রিয়া হবে স্বচ্ছ, সুষ্ঠু মেধা ও যোগ্যতার ভিত্তিতে যেখানে বিশ্ববিদ্যালয় কোনো প্রশ্নবিদ্ধ হবে না।

জানা যায়, ব্যবস্থাপনা বিভাগে প্রভাষক পদে যোগ্যতা না থাকা সত্ত্বেও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. মোবারক হোসেনকে। 

শিক্ষার্থীরা রোববার (৫ জানুয়ারি) মধ্যে শিক্ষক নিয়োগ বিষয়ে প্রশাসনের কাছ থেকে সুনির্দিষ্ট ব্যাখ্যা চেয়েছেন। এর ব্যত্যয় ঘটলে তারা কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দেন।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়