Apan Desh | আপন দেশ

রাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, অন্যদের পরিচয়পত্র বাধ্যতামূলক

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০২, ২ জানুয়ারি ২০২৫

রাবিতে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ, অন্যদের পরিচয়পত্র বাধ্যতামূলক

রাবি প্রশাসনিক ভবন। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

আরও পড়ুন<<>> ৩ দফা দাবিতে রাবি প্রশাসনিক ভবনে তালা, অবরুদ্ধ দুই উপ-উপাচার্য

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেয়া হলো। আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে এ সিদ্ধান্ত।

আরও পড়ুন<<>> বাকৃবি যেনো অশ্লীলতার অভয়ারণ্য!

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, গতদিনের বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঘটনার পরেই মূলত আমরা সিদ্ধান্ত নিয়েছি ক্যাম্পাসে আর কোনো বহিরাগত প্রবেশ ও অবস্থান করতে পারবে না। আজ থেকে সম্পূর্ণরূপে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হলো। এরপর বহিরাগত পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও তিনি শিক্ষার্থীদের সঙ্গে নিজ নিজ আইডি কার্ড সঙ্গে রাখার আহবান জানান তিনি।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়