
কার্যালয় গুঁড়িয়ে দিল শিক্ষার্থীরা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে শহীদ শামসুল হক হলের শিক্ষার্থীরা ছাত্রলীগের পার্টি অফিস ভেঙে দিয়েছেন।
শনিবার (৪ জানুয়ারি) রাত ১টার দিকে আব্দুল জব্বার মোড়ে ছাত্রলীগের অফিস ভাঙচুর করা হয়। পরে বুলডোজার দিয়ে পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়।
শহীদ শামসুল হক হলের এক শিক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে বলেন, নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রলীগের অস্তিত্ব বাকৃবি থেকে বিলুপ্ত করা হয়েছে। যদি কেউ এ সংগঠনকে পুনরায় প্রতিষ্ঠা করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীরা প্রথমে লাঠি ও ইটপাটকেল নিক্ষেপ করে অফিস ভবনটি ভাঙতে শুরু করেন। পরে একটি বুলডোজারের মাধ্যমে ভবনটি পুরোপুরি ধ্বংস করা হয়। এ সময় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীরা বলেন, আজ নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে এ বাকৃবিতে ছাত্রলীগের কবর রচিত হলো। ছাত্রলীগকে যে বা যারা পুনর্বাসন করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা শহীদ শামসুল হক হলের সাধারণ শিক্ষার্থীরা কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিচ্ছি।
এসময় নেচে-গেয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা ‘হই হই রই রই, ছাত্রলীগ গেল কই’, ‘ছাত্রলীগের দুই গালে, জুতা মারো তালে তালে‘, ‘একটা দুইটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
আপন দেশ/এমি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।