Apan Desh | আপন দেশ

কুবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি মাজহারুল

কুবি প্রতিনিধি 

প্রকাশিত: ১৫:২০, ৪ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৫:২২, ৪ জানুয়ারি ২০২৫

কুবি ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ, সেক্রেটারি মাজহারুল

হাফেজ ইউসুফ ইসলাহী ও শেখ মাজহারুল ইসলাম।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখার ২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন আনা হয়নি। 

সভাপতি হিসেবে পুনরায় মনোনীত হয়েছেন লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী হাফেজ ইউসুফ ইসলাহী। সেক্রেটারি হিসেবে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একই সেশনের শিক্ষার্থী শেখ মাজহারুল ইসলাম। এর আগেও তারা একই পদে দায়িত্ব পালন করেছেন।

শনিবার (৪ জানুয়ারি) নতুন কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন সেক্রেটারি শেখ মাজহারুল ইসলাম। তিনি জানান, শুক্রবার (৩ জানুয়ারি) রাত ৮টায় কুমিল্লা মহানগর শিবির মিলনায়তনে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি আনুষ্ঠানিকভাবে এ কমিটি ঘোষণা করেন।

এর আগে গত বছরের ১৯ নভেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির সভাপতি-সেক্রেটারি আত্মপ্রকাশ করেন।

নতুন দায়িত্ব পেয়ে সভাপতি হাফেজ ইউসুফ ইসলাহী বলেন, ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। প্রতিবছর ডিসেম্বরের শেষ দিকে কেন্দ্রীয় সদস্য সম্মেলনের মাধ্যমে দেশের সব শাখার নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সে ধারাবাহিকতায় কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এ দায়িত্ব পালনে সর্বোচ্চ চেষ্টা করবো।

পূর্ণাঙ্গ কমিটির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে শুধুমাত্র সভাপতি ও সেক্রেটারি পদ থেকেই কাজ পরিচালিত হবে। প্রয়োজন হলে পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়