ছবি: আপন দেশ
বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ’সহ কয়েকটি বিভাগে ভয়াবহ বন্যা হয়। এরপর বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহ করে পাঠানোর উদ্দেশ্যে সারাদেশে কার্যক্রম চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাজশাহী থেকেও সংগৃহীত ফান্ডের মাধ্যমে বন্যাকবলিতদের সহযোগিতায় সহায়তা পাঠানো হয়।
জুলাই বিপ্লবের পর এসব অঞ্চলে প্লাবন পরিস্থিতি তৈরি হয়। দেশব্যাপী স্বেচ্ছাসেবীদের একটি বড় অংশ সহযোগিতার হাত বাড়ায়। রাজশাহী থেকে ফান্ড সংগ্রহ করে আনুষ্ঠানিকভাবে প্রথমে ত্রাণ সামগ্রী ও খাদ্য সহায়তা পাঠানো হয়।
রোববার (০৫ জানুয়ারি) সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীবের কাছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর নেতাকর্মীরা সংগৃহীত ফান্ড ও উদ্বৃত্ত টাকার হিসাব জমা দেন। এতে শুভ্র সাফল্যের সঙ্গে বিষয়টি সিদ্ধান্ত হয়ে। উদ্বৃত্ত ১১ হাজার ৩৬৯ টাকা নোয়াখালী জেলায় পুনর্বাসন কার্যক্রমে পাঠানো হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেন, বন্যার সময় সারাদেশে দেখেছি, একসঙ্গে মানবিকতা ও সহানুভূতির ছোঁয়ায় সবাই একে অপরের পাশে দাঁড়িয়েছে। আমরা রাজশাহীর মানুষও এর বাইরে ছিলাম না। ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই সহায়তার জন্য এগিয়ে এসেছিল। ফান্ড হিসাবটি প্রথম থেকে শুরু করে অত্যন্ত স্বচ্ছভাবে প্রস্তুত করা হয়েছিল। পরবর্তী সময়ে অন্যান্য এলাকার ত্রাণের জন্য আরওে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল।
তারা আরও জানান, শেরপুর, কুড়িগ্রাম, নেত্রকোনা, ময়মনসিংহ এলাকায় ত্রাণ পাঠানো হয়। এরপর পুনর্বাসন পরিকল্পনার মাধ্যমে ১১ হাজার ৩৬৯ টাকার উদ্বৃত্ত পরিমাণ অর্থ সহায়তা দেয়া হয় নোয়াখালী জেলায়।
উল্লেখ্য, ত্রাণ বিতরণ ও পুনর্বাসনের জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী উদ্যোগে সর্বমোট ২৩ লাখ ৩৪ হাজার ৯২৯ টাকা সংগ্রহ করা হয়েছিল। পরে বন্যার্তদের সাহায্যে ২৩ লাখ ২৩ হাজার ৫৬০ টাকা ব্যয় করা হয়েছে। উদ্বৃত্ত ১১ হাজার ৩৬৯ টাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যারের মাধ্যমে নোয়াখালী জেলায় বন্যা পরবর্তী সংস্কার কাজে পাঠানো হয়েছে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।