ছবি: আপন দেশ
সমন্বিত গুচ্ছ ভর্তি পরীক্ষা ও পোষ্য কোটা বাতিলসহ সাত দফা দাবিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। রোববার (০৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর ও প্রশাসনিক ভবনের সামনে পৃথকভাবে এ কর্মসূচি পালন করে শিক্ষার্থীদের দুটি গ্রুপ।
অবস্থান কর্মসূচি শেষে দাবিগুলো নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।
এ সময় প্রশাসনিক ভবনের সামনে ও গোলচত্ত্বরে অবস্থান কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরা প্রশাসনের কাছে সাতটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বের হওয়া, পোষ্য কোটা বাতিল করা, দ্রুত ছাত্রসংসদ কার্যকর করা, ভর্তি আবেদন ফি যৌক্তিক পর্যায়ে রাখা, অল্প সময়ে ভর্তি কার্যক্রম শেষ করা, ভর্তি পরীক্ষা বিভাগীয় শহরগুলোতে নেয়া, ডোপ টেস্টের মাধ্যমে হলের আসনবন্টন।
মার্কেটিং বিভাগের শিক্ষার্থী মো. পাবেল রানা বলেন, আমরা চাই কুমিল্লা বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে পোষ্য কোটামুক্ত একটি ক্যাম্পাস হোক। কোটার জন্য আমরা জীবন দিয়েছি। কোনো ধরনের কোটা এখানে থাকতে দেয়া হবে না।
আরেক শিক্ষার্থী মোহাম্মদ আবির বলেন, গুচ্ছ পদ্ধতিতে থাকব কি না, সে সিদ্ধান্ত শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে নিতে হবে। অধিকাংশের মতামতকে প্রাধান্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত।
উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী বলেন, আমি নিজেও চাই না গুচ্ছ পদ্ধতিতে থাকতে। একাডেমিক কাউন্সিলের মিটিংয়ের মাধ্যমে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। প্রাথমিক সিদ্ধান্ত মন্ত্রণালয়ে জানানো হয়েছে।
উপাচার্য বলেন, পোষ্য কোটার সিটগুলো সাধারণ সিটের অন্তর্ভুক্ত নয়। এটি বিভাগপ্রতি অতিরিক্ত দুইটি সিট হিসেবে রাখা হয়েছে। তারপরেও এ বিষয়ে সিন্ডিকেটে সিদ্ধান্ত নেয়া হবে।
উল্লেখ্য, উপাচার্য ৩ জানুয়ারি বলেন, কুবি গুচ্ছ পদ্ধতিতেই ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা নেবে। পরবর্তীতে ৪ জানুয়ারি শিক্ষার্থীরা দ্রুত গুচ্ছ পদ্ধতি থেকে বের হওয়া ও পোষ্য কোটা বাতিলের দাবি জানিয়ে প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।