Apan Desh | আপন দেশ

রাবিতে ১৬ বছর পর ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০১, ৫ জানুয়ারি ২০২৫

রাবিতে ১৬ বছর পর ছাত্রশিবিরের প্রকাশনা উৎসব

বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ উৎসব শুরু হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রশিবিরের উদ্দ্যোগ ৭ দিন‌ব্যাপী প্রকাশনা উৎসব শুরু হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় বুদ্ধিজীবী চত্বরে এ উৎসব শুরু হয়।

ইংরেজি নববর্ষ উপলক্ষে এ আয়োজন করা হয়েছে। এখানে নববর্ষের ক্যালেন্ডার, ডায়েরি, কলম, স্টিকার এবং বিভিন্ন ধরনের ইসলামী বইসহ বিক্রি করা হচ্ছে পবিত্র কুরআন।

সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি শহর থেকে নানা বয়সের মানুষ আসছেন স্টল দেখতে। অনেকে তাদের ছেলেমেয়েদের জন্য কিনে নিয়ে যাচ্ছেন বই।

স্টল দেখতে আসা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী নুরহান উদ্দীন বলেন, নববর্ষ প্রকাশনা উৎসবে এসে ভালো লাগছে। এখানে জুলাই বিপ্লবের তথ্যসমৃদ্ধ ক্যালেন্ডার, ডায়েরী, ও বিভিন্ন ইসলামীর বই রয়েছে। আশা করছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাবি শাখা প্রতিবছরই এইরকম উৎসবের আয়োজন করবে।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাবি শাখার সাধারণ সম্পাদক মোস্তাকুর রহমান জাহিদ বলেন, গত ১৫-১৬ বছর হতে আমরা এসব শিক্ষামূলক সুন্দর প্রোগ্রামগুলো করতে পারিনি ফ্যাসিস্ট সরকারের কারণে। যদিও কিছু কিছু প্রোগ্রাম করেছি, তবে সেইগুলো বড় পরিসরে আয়োজন করতে পারিনি। এখন আলহামদুলিল্লাহ আমরা উন্মুক্ত ময়দানে প্রশাসনের অনুমতি নিয়েই বুদ্ধিজীবী চত্বরে আমাদের সুন্দর প্রকাশনাগুলো ছাত্র-ছাত্রীদের মাঝে উপস্থাপন করতে পারছি।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ ক্যাম্পাসের স্টেক হোল্ডাররা অনেকসময় আফসোস করে আমাদের প্রকাশনাগুলো না পেয়ে। বিশেষ করে ৩ পাতার ক্যালেন্ডারটি আমাদের জুলাই বিপ্লব উপলক্ষে তৈরি করা হয়েছে। এগুলো থেকে শিক্ষনীয় বিষয় যেমন থাকবে তার পাশাপাশি মানুষের আগ্রহের বিষয়ও থাকবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়