Apan Desh | আপন দেশ

কর্মস্থলে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১৩, ৫ জানুয়ারি ২০২৫

কর্মস্থলে বাকৃবি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেল

কর্মস্থল থেকে মোহাম্মদ মোস্তাইন কবীর সোহেলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অ্যাডিশনাল ডিরেক্টর (ওএসডি) ছিলেন। 

রোববার (৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের নিজ কার্যালয়ে ফ্যান ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান সহকর্মীরা। পরে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। গলায় রশি দিয়ে রডের সঙ্গে ঝোলানো ছিলো। 

কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, আমরা ঘটনাটি তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা মনে হয়েছে। সুইসাইড নোট, মোবাইল আরও কিছু আলামত পেয়েছি। ময়নাতদন্তের পরই বিস্তারিত বলতে পারবো।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক জানান, সোহেলের কক্ষ ভেতর থেকে লাগানো ছিল। পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রাথমিক তদন্ত শেষে ঘটনাটিতে আত্মহত্যা বলে জানিয়েছে পুলিশ। সোহেল (মৃত) যে টেবিলে উঠেছিল সেখানে তার জুতার ছাপও আছে। ধারণা করা হচ্ছে সে টেবিল থেকে গলায় রশি দিয়ে ঝুলে আত্মহনন করেছে। 

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়