Apan Desh | আপন দেশ

ভয় দেখিয়ে রাজনৈতিক দলে নিতে চাইলে প্রতিবাদ করবে: বাকৃবি উপাচার্য

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৪৬, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ২০:১২, ৫ জানুয়ারি ২০২৫

ভয় দেখিয়ে রাজনৈতিক দলে নিতে চাইলে প্রতিবাদ করবে: বাকৃবি উপাচার্য

ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠানে কথা বলেন উপাচার্য।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেছেন, কোন রাজনৈতিক দল যদি তোমাকে মোটিভেট করে নিতে পারে যাও, ভয় দেখিয়ে নেয়ার চেষ্টা করলে প্রতিবাদ করবে। একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হতে হবে। যে কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে, প্রতিরোধ করবে। 

রোববার (০৫ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

উপাচার্য বলেন, তোমাদের শিক্ষকরা অন্য দেশে সুযোগ না নিয়ে তোমাদের জন্য, দেশের জন্য কাজ করতে ফিরে এসেছে। তোমরাও ভবিষ্যতে বাংলাদেশের জন্য অবদান রাখবে, দেশকে ভালবাসবে।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষকের কাছে অনেক ভালো ভালো বইয়ের কালেকশন আছে। আমাদের সময় ফটোকপি মেশিন ছিল না। সবাই তখন লাইব্রেরীতে পড়াশোনা করতো। লাইব্রেরী হচ্ছে পড়াশোনার জন্য ভালো জায়গা। সামনের দিনে আমরা এমনও চিন্তা করছি, যেখানে ফোন আলাদা জায়গায় রেখে পড়াশোনা করতে হবে।

ভেটেরিনারি অনুষদ সূত্রে জানা গেছে, এ বছর অনুষদে প্রায় ১৮০ জন দেশি শিক্ষার্থী ও ২০ জন বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছে।

ভেটেরিনারি অনুষদের ডিন ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. বাহানুর রহমান সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মোমেনা খাতুন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থীদের পরিচয় পর্ব শেষে ভেটেরিনারি অনুষদের ভবন, পাঠদান পদ্ধতি ও সকল বিভাগের প্রেজেন্টেশন দেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তোফাজ্জল হোসেন।

এ সময় ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বাহানুর রহমান বলেন, আজ থেকে তোমরা বন্ধু হয়ে গেলে, আমরণ এ বন্ধুত্ব অটুট থাকবে। এমনভাবে কাজ করতে হবে যেন কেউ কাউকে হেয় করবে না, কাউকে সরিয়ে দিব না, একজন আরেকজনকে সাহায্য করবে।

অনুভূতি ব্যক্ত করে নবীন শিক্ষার্থী সোহান বলেন, আমাদের শিক্ষকরা বিশ্বমানের। আমরাও তাদের মতো হতে চাই। আশা করি আমাদের বিশ্ববিদ্যালয় জীবনের প্রতিটি পদক্ষেপে শিক্ষকদের পাশে পাবো।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়