Apan Desh | আপন দেশ

আশরাফুল হক হলে র‍্যাগিং ঠেকাতে কঠোর অবস্থানে হল প্রশাসন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৩৫, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৬:৩৩, ৬ জানুয়ারি ২০২৫

আশরাফুল হক হলে র‍্যাগিং ঠেকাতে কঠোর অবস্থানে হল প্রশাসন

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়া বলেছেন, র‍্যাগিং ও গেস্টরুম কালচারের পুনরাবৃত্তি ঠেকাতে হল প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।

তিনি বলেন, ৫ আগস্টের আগে যে ধরনের র‍্যাগিং কালচার ছিল, তা আর কখনো ঘটতে দেয়া হবে না। হল প্রশাসন এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে।

রোববার (০৫ জানুয়ারি) রাতে আশরাফুল হক হলে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রভোস্ট অধ্যাপক আলম মিয়া বলেন, হলের আসন সুষ্ঠুভাবে বণ্টনের চেষ্টা চলছে। বর্তমানে ৬০ জন নতুন শিক্ষার্থী হলে আসন পেয়েছে। বর্তমানে অছাত্র সিনিয়রদের যারা আছেন তাদের অনুরোধ করবো নিয়ম মেনে আসন ছেড়ে দিতে। এতে করে সিট সংকটের সমস্যার সমাধান হয়। এছাড়াও হলের লাইব্রেরির জন্য ছাত্রদের মতামতের ভিত্তিতে বই কিনে লাইব্রেরি উন্নত করার চেষ্টা করবো।

হাউজ টিউটর লেকচারার জিকেশ বর্মনের সঞ্চালনায় ও আশরাফুল হক হলের প্রভোস্ট অধ্যাপক ড. মোহাম্মদ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি. এম. মুজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক ড. মো. মোশাররফ উদ্দীন ভূঞা, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হুমায়ূন কবির।

আশরাফুল হক হল সূত্রে জানা যায়, এ বছর ওই হলে ছয়টি অনুষদের প্রায় ৬০ জন শিক্ষার্থীকে আসন বরাদ্ধ দেয়া হয়েছে। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়