Apan Desh | আপন দেশ

‘আমরা বিশ্ববিদ্যালয়ে উড়ে আসিনি, এখানে বাপ-দাদার জমি আছে’

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩০, ৬ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:২৩, ৬ জানুয়ারি ২০২৫

‘আমরা বিশ্ববিদ্যালয়ে উড়ে আসিনি, এখানে বাপ-দাদার জমি আছে’

ছবি: আপন দেশ

ভিসি-প্রো ভিসি নিজেরাই কোটার সুবিধায় চেয়ারে বসে আছেন। তারা নির্বাচিত নন। আমরা এ বিশ্ববিদ্যালয়ে উড়ে আসিনি। এখানে আমাদের বাপ-দাদার জমি রয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) পোষ্য কোটা বাতিলের প্রতিবাদ মানববন্ধন এসব কথা বলেন আইন অনুষদের কর্মচারী রফিকুল ইসলাম সদর। এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন।

সোমবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এ মানববন্ধন করেন তারা।

তিনি আরো বলেন, আমাদের অধিকার বাতিলের দাবিতে মানববন্ধনে দাঁড়াতে হবে এটা কখনোই ভাবিনি। এ প্রশাসন নিজেদের চেয়ারকে টিকিয়ে রাখতে যৌক্তিক পাওনা থেকে আমাদের বঞ্চিত করেছে। প্রশাসনকে বলে দিতে চাই এটা আমাদের প্রাতিষ্ঠানিক সুবিধা। আমরা আমাদের ৫ শতাংশ প্রাতিষ্ঠিক সুবিধা যেকোনো মূল্যে ফেরত চাই।

বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, সহায়ক কর্মচারী, সাধারণ কর্মচারী, পরিবহনও কর্মচারী এ আয়োজন করেন। তাদের দাবি শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের প্রাতিষ্ঠানিক সুবিধা বাতিল করা হয়েছে। 

এসময় অফিসার্স সমিতির কোশাধ্যক্ষ মাসুদ রানা বলেন, প্রশাসনকে জবাব দিতে হবে আমরা কেন আটকে থাকলাম। আমরা এখানে আসি কাজ করতে। আমাদের কেন আটকানো হলো? যে-সব বহিরাগতরা আমাদেরকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে, আমাদের জিম্মি করে রেখেছে, তাদের সুষ্ঠু তদন্ত করতে হবে। এছাড়া প্রাতিষ্ঠানিক সুবিধা পুনর্বহাল করতে হবে। 

সমাপনী বক্তব্যে অফিসার সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আমরা আজকে প্যারিস রোডে শান্তিপূর্ণ মানববন্ধন করছি। আগামীকাল প্রশাসনিক ভবনের সামনে আমরা ২ ঘণ্টার ধর্মঘট থাকবে। এছাড়াও আগামী ৮ তারিখ আমরা সারাদিনব্যাপী কর্মবিরতি পালন করবো। যতদিন পর্যন্ত না আমরা আমাদের অধিকার ফিরত না পায় ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাবো।

এসময় অফিসার্স সমিতির দফতর সম্পাদক রিয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রায় চার শতাধিক কর্মকর্তা, কর্মচারী উপস্থিত ছিলেন। 

উল্লেখ্য, ২ জানুয়ারি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত রাবির প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখেন। রাতে উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন।

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়