Apan Desh | আপন দেশ

পোস্টমর্টেম শেষে বাকৃবি কর্মকর্তার সোহেলের দাফন সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:২১, ৬ জানুয়ারি ২০২৫

পোস্টমর্টেম শেষে বাকৃবি কর্মকর্তার সোহেলের দাফন সম্পন্ন

মোহাম্মদ মোস্তাইন কবীরের (সোহেল)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মোহাম্মদ মোস্তাইন কবীরের (সোহেল) মরদেহ ময়নাতদন্ত শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। তিনি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের অতিরিক্ত পরিচালক (ওএসডি) ছিলেন। 

সোমবার (০৬ জানুয়ারি) বাদ জোহর ময়মনসিংহের ত্রিশাল বাজারে নিজ গ্রামের বাড়িতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।

এর আগে, রোববার (০৫ জানুয়ারি) বাকৃবিতে নিজ কার্যালয়ে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেয়া অবস্থায় সোহেলের মরদেহ দেখতে পান তার সহকর্মীরা। পরে কোতোয়ালি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়