Apan Desh | আপন দেশ

বাকৃবিতে সন্ত্রাসবিরোধী মিছিল করেছে শিক্ষার্থীরা 

বাকৃবি প্রতিনিধি 

প্রকাশিত: ১০:২৬, ৭ জানুয়ারি ২০২৫

বাকৃবিতে সন্ত্রাসবিরোধী মিছিল করেছে শিক্ষার্থীরা 

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সন্ত্রাসবিরোধী মিছিল করেছে আশরাফুল হক হলের শিক্ষার্থীরা। সোমবার (০৬ জানুয়ারি) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের আশরাফুল হক হল থেকে শিক্ষার্থীরা মিছিল শুরু করে। মিছিলটি কে.আর. মার্কেট ঘুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এ মিছিলে প্রায় শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জানান, বিগত সরকারের আমলে বাকৃবির কিছু উগ্র শিক্ষার্থী ক্যাম্পাসে র‍্যাগিং, মারামারি, সাধারণ শিক্ষার্থীদের হয়রানি, চাঁদাবাজি ও মাদক সেবনের সঙ্গে জড়িত ছিলেন। তাদেরকে সাবধান করার উদ্দেশ্যে সন্ত্রাসবিরোধী মিছিলের আয়োজন করা হয়েছে।

তারা আরও জানান, ছাত্রলীগের নামে যারা বাকৃবিতে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, মাদকের কারবার করেছে ও ক্যাম্পাসে ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে, আমরা তাদের দ্রুত বিচার চাই। আজকে থেকে যে কোনো সন্ত্রাসী সংগঠন এ বিশ্ববিদ্যালয়ে মাথা চারা দিয়ে যাতে না উঠতে পারে সে বিষয়ে সোচ্চার থাকব।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়