জাবির কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপরসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০৭ জানুয়ারি) বাদ আসর কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানার উদ্যোগে এ দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়।
বিএনপির তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠাতে ফ্যাসিবাদী সরকারের বাধার অভিযোগ এনে আয়োজকরা তার প্রতি অবিচার ও গণতন্ত্রের ওপর আঘাতের তীব্র নিন্দা জানান। অবশেষে তিনি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যাচ্ছেন।
দোয়া মাহফিল শেষে সোহেল রানা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের জাতীয়তাবাদী আদর্শের প্রতীক। তার প্রতি অন্যায় আচরণ গণতান্ত্রিক মূল্যবোধে আঘাত করেছে। আমরা তার দ্রুত আরোগ্য ও নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রার্থনা করছি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা মনিরুজ্জামান সাগর বলেন, গণতন্ত্রের প্রতীক বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি। তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুন, এটাই আমাদের চাওয়া।
ছাত্রদল নেতা জাকিরুল ইসলাম বলেন, বেগম খালেদা জিয়া জাতির প্রেরণা। তার অসুস্থতা আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে। আমরা সবাইকে তার সুস্থতার জন্য প্রার্থনার আহবান জানাচ্ছি।
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন- ছাত্রদলের নেতৃবৃন্দ মনিরুজ্জামান সাগর, নাজমুল হাসান, জাকিরুল ইসলাম, শাহান ভুইয়া, আদনান করিম, সাদিকুল ইসলাম, এসএম আমিনুল ইসলাম, মোসাদেকুর রহমান, আবিদুর রহমান, আলী আরাফাত খান প্রমুখ।
এছাড়া ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসাধারণ সম্পাদক মো. মুমিনুল ইসলাম নাইম, মোস্তফা কামাল লিটন, ইউসুফ আকন্দ সাগর, সাইদুর রহমান, ইমন হোসেন, সাকিব হোসেন, জাহিদুল ইসলাম এবং সাভার উপজেলা যুবদল নেতা মো. উজ্জল আহম্মেদ, মো. শাহরিয়ার হোসেন জিসান, মো. কামরুল খান, মো. সাজু মিয়া, মো. আবু কালাম, মো. তাওহিদ ইসলাম, মোহাম্মদ আলী সরকার, মো. কামাল খান, মো. রেজাউল করিম রেজা, মো. মোজাম্মেল হক তুষার ও শাহিনুর খান মামুন প্রমুখ।
মাহফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর দ্রুত সুস্থতা কামনা করে তার নিরাপদ প্রত্যাবর্তনের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেন।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।