Apan Desh | আপন দেশ

জাবিতে রোটার‍্যাক্ট ক্লাবের শীতবস্ত্র বিতরণ জাবিতে

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ০৯:২৬, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ০৯:২৮, ৮ জানুয়ারি ২০২৫

জাবিতে রোটার‍্যাক্ট ক্লাবের শীতবস্ত্র বিতরণ জাবিতে

ছবি : আপন দেশ

শীতকালে প্রতি বছরই শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) রোটার‍্যাক্ট ক্লাব। এবারও তার ব্যাতিক্রম হয়নি। অতিতের ন্যায় এবার ৭০ জন মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করে ক্লাবটি।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের দ্বিতীয় তলায় রোটার‍্যাক্ট ক্লাবের আয়োজনে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের প্রেসিডেন্ট অ্যাডভোকেট নায়লা খান, জাবি রোটার‍্যাক্ট ক্লাবের উপদেষ্টা ও ভুগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক শাহেদুর রশিদ, রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রসায়ন বিভাগের ৪৯তম ব্যাচের শিক্ষার্থী রাকিব হোসাইনসহ অন্যান্য সদস্যরা।

রিকশাচালক আব্দুল করিম কম্বল পেয়ে খুব খুশি। তিনি বলেন, গত কয়েকদিন ধরে প্রচণ্ড শীত পড়ছে। আমাদের জন্য পর্যাপ্ত শীতবস্ত্রের ব্যবস্থা করা কঠিন। রোটার‍্যাক্ট ক্লাবের দেয়া কম্বল পেয়ে আমরা খুব উপকৃত হয়েছি। এ শীতে কিছুটা হলেও স্বস্তি পাবো। আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন আরও বেশি সেবামূলক কাজ করতে পারে।

রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি রাকিব হোসাইন বলেন, রোটার‍্যাক্ট ক্লাব সবসময় অসহায় মানুষের পাশে থাকে। এ ধারাবাহিকতায় আমরা আজ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছি। আমরা সম্প্রতি আইইএলটিএস প্রোগ্রাম শুরু করেছি এবং উচ্চশিক্ষা বিষয়ক বিভিন্ন কর্মশালাও পরিচালনা করছি। আমাদের এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়