Apan Desh | আপন দেশ

পোষ্য কোটা পুনর্বহালের দাবি

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:১০, ৮ জানুয়ারি ২০২৫

রাবিতে কর্মকর্তা-কর্মচারীদের পূর্ণদিবস কর্মবিরতি

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি।

পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কর্মকর্তা-কর্মচারীরা। বুধবার (০৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে শুরু হওয়া পূর্ণদিবস কর্মবিরতি চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

এ সময় অফিসার সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, আজকের ধর্মঘট আমাদের ন্যায্য অধিকার আদায় করার জন্য, এ দাবি প্রশাসন কে মানতে হবে। যদি  প্রশাসন আসহায় ভাব প্রকাশ করে তাহলে দেশে তো একটা সরকার আছে। বাংলাদেশ সরকার কি আমাদের আন্দোলন সম্পর্কে আবহিত নয়। তিনি চাইলে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে পারেন।

আন্দলনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আব্দুল মালেক বলেন, শিক্ষার্থী ভাই-বোনদের সাথে আমাদের কোন সংঘর্ষ নেই। হয়তো তারা না বুঝে মিসগাইডেড হচ্ছে। গত ২ জানুয়ারি প্রশাসনিক ভবনে তালা দিয়ে ন্যাক্কারজনক সিদ্ধান্ত নিয়েছে। আমরা যেকোনো মূল্যে তা বাতিল চাই। পৃথিবী সৃষ্টির লগ্ন থেকেই প্রাতিষ্ঠানিক সুবিধা চলে আসছে। কর্মকর্তাকর্মচারীরা যে প্রতিষ্ঠানে চাকরি করে সে প্রতিষ্ঠানে তার ছেলেমেয়েদের একটা হক আছে। যেখানে সারা বাংলাদেশে পোষ্য কোটা বহাল আছে। সেখানে শুধু আমরা কেন বঞ্চিত হবো।

এর আগে, গত ২ জানুয়ারি শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা বাতিল করতে বাধ্য হয়। এতে শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে মঙ্গলবার দুই ঘণ্টার অবস্থান কর্মসূচি এবং সোমবার এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি পালন করেন কর্মকর্তা-কর্মচারীরা।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়