Apan Desh | আপন দেশ

জাবি ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা

জাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৩২, ৮ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৮:০৩, ৮ জানুয়ারি ২০২৫

জাবি ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক জহির উদ্দিন বাবর (বামে) ও সদস্যসচিব ওয়াসিম আহমেদ অনিক।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহবায়ক হয়েছেন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জহির উদ্দিন বাবর ও সদস্য সচিব দর্শন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ওয়াসিম আহমেদ অনিক।

বুধবার (০৮ জানুয়ারি) ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ দিনের মধ্যে নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে আহবায়ক কমিটি অনুমোদন করা হলো। ১৭৭ সদস্যের নতুন কমিটিতে যুগ্ম আহবায়ক পদে ৫৬ জন ও সদস্য হিসেবে ১১৯ জনের নাম উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ৫০তম ব্যাচের শিক্ষার্থী রাইসুল রুবাই বলেন, দীর্ঘ ৯ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি দেয়াতে আমরা অনেক খুশি। এতদিন রাজপথে যারা ত্যাগ স্বীকার করেছে, তারা এবার যথাযথ মর্যাদা পেয়েছে। আমাদের প্রত্যাশা এ কমিটির নেতৃত্বে ছাত্রদলের রাজনীতি আরও সংগঠিত হবে। একইসঙ্গে অনুপ্রবেশকারীরা যাতে দলে জায়গা না পায় তা নিশ্চিত করা হবে। শুদ্ধ জাতীয়তাবাদকে ধারণ করা নেতাকর্মীরাই ভবিষ্যতে দলকে এগিয়ে নেবে।

নতুন আহবায়ক কমিটির ঘোষণার পর কিছু বিতর্কও সৃষ্টি হয়েছে। কমিটিতে নাম থাকা অনেকে জানেন না কীভাবে তাদের নাম এলো। নাম প্রকাশে অনিচ্ছুক কমপক্ষে দু’জন শিক্ষার্থী এ প্রতিবেদককে জানান, ছাত্রদল বা কোনো ছাত্ররাজনীতির সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই। আমি একজন সাধারণ ছাত্র। কীভাবে আমার নাম কমিটিতে এলো। আমি জানি না।

নবগঠিত আহবায়ক কমিটিকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই কমিটির সদস্যদের বয়স ও ছাত্রত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। কিছু শিক্ষার্থী অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের রাজনীতিতে সক্রিয় নয় এমন ব্যক্তিদেরও কমিটিতে স্থান দেয়া হয়েছে।

তারা আরও বলেন, বর্তমান শিক্ষার্থীদের সুযোগ না দিয়ে পুরোনো ও বয়সোর্ধ্বদের নেতৃত্ব দেয়া দলের জন্য ক্ষতিকর। এছাড়া নেতৃত্বের জন্য তরুণ ও নিয়মিত শিক্ষার্থীদের গুরুত্ব দেয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন অনেকে। কয়েকজন শিক্ষার্থী এটিকে ‘চাচ্চুদের রাজনীতি’ বলেও অভিহিত করেছেন।

অনেকেই বলেছেন, কেন্দ্রীয় রাজনীতির বয়সী নেতাদের এমন কমিটিতে স্থান দেয়া উচিত ছিল না। ছাত্ররাজনীতির ভবিষ্যৎকে নতুন নেতৃত্বের হাতেই ছেড়ে দেয়া উচিত। অন্যদিকে কেউ কেউ এ বিশাল কমিটিকে হাস্যরসের চোখেও দেখছেন। যা ফেসবুক পোস্টে প্রকাশ পেয়েছে।

নবগঠিত আহবায়ক কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে আছেন ৫৬ জন। সদস্য হিসেবে রয়েছেন ১১৯ জন। আহবায়ক ও সদস্য সচিবসহ মোট ১৭৫ সদস্যের এ কমিটিকে ৩০ দিনের মধ্যে সম্মেলন আয়োজন করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক জহির উদ্দিন বাবর বলেন, দীর্ঘদিনের অচলায়তন ভেঙে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ আমাদের একটি সাংগঠনিক কাঠামো উপহার দিয়েছেন। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়