Apan Desh | আপন দেশ

ইবিতে আইইউসানস’র নবীন বরণ-বিদায় সংবর্ধনা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৫:৫৮, ৯ জানুয়ারি ২০২৫

ইবিতে আইইউসানস’র নবীন বরণ-বিদায় সংবর্ধনা

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসার শিক্ষার্থীদের সংগঠন ইসলামিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব এনএস (আইইউসানস) নবীন বরণ ও প্রবীণ বিদায় সংবর্ধনার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে এটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পরে অতিথিদের বরণ ও নবীন-প্রবীণ শিক্ষার্থীদের অনুভূতি প্রকাশের পর্ব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনের দ্বিতীয় পর্বে ছিল ক্রীড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি সাজ্জাতুল্লাহ শেখের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. শামছুল হক সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সাবেক সদস্য মঈনুল হক আহসানী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ ও সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ। এতে প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শামছুল হক সিদ্দিকী বলেন, মাদ্রাসার ছাত্ররা দেশের প্রতিটি ক্ষেত্রে মেধার পরিচয় দিয়ে চলেছে। ঝালকাঠি এন এস কামিল মাদ্রাসা শুধু একটি প্রতিষ্ঠান নয়। এটি একটি আলোকিত নাম। এ সংগঠনের কার্যক্রমই প্রমাণ করে মাদ্রাসার গৌরব ও ঐতিহ্য। তোমরাই দেশের প্রতিটি অঙ্গনে ইসলামের আলো ছড়িয়ে দেবে। তিনি সংগঠনটিকে আরও সমৃদ্ধ করতে শুভকামনা জানান।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়