ছবি: আপন দেশ
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগে ২০২৩-২৪ সেশনের ১৯তম ব্যাচের নবীনবরণ ও ২০১৯-২০ সেশনের ১৫তম ব্যাচের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টায় আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানটি স্মরণীয় হয়ে থাকবে।
বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) সকাল ১০টায় তৃতীয় একাডেমিক ভবনের ৫ম তলায় অনুষ্ঠানটি শুরু হয়। বিভাগীয় নিউট্রিশন ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় খাদ্য ও পুষ্টি বিষয়ক প্রবন্ধ লেখা, মুক্ত আলোচনা, কৃত্রিম খাদ্য নকশা তৈরি, আঁকাআঁকি এবং কুইজ প্রতিযোগিতা। শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্দীপনামুখর এ আয়োজন শেষে বিজয়ীদের পুরস্কার ঘোষণা করা হয়।
বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এরপর নাচ, গান, কবিতা আবৃত্তি ও নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে উপস্থিত সবাইকে মাতিয়ে তোলে বিভাগের শিক্ষার্থীরা।
পরে বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়। তাদের উদ্দেশ্যে শুভকামনা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যানসহ বিভাগটির শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।