![শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার](https://www.dailyapandesh.com/media/imgAll/2021September/Mehedi-Hasan-Daily-ApanDesh-2501110453.gif)
ছবি : আপন দেশ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রাবাসের একটি কক্ষ থেকে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে রাজশাহী নগরীর ফুদকিপাড়া এলাকার এবেলা ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। নিহত শিক্ষার্থীর নাম মেহেদী হাসান মুহিব। তিনি রুয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা (ইউআরপি) বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন মহানগরীর সাহেব বাজার এলাকার এবেলা ছাত্রাবাসে।
রুয়েট শিক্ষার্থী রাফি আল হাসান বলেন, মুহিব ভাই আমার স্কুলের বড় ভাই, উনি আমাদের জেলা সমিতির সক্রিয় সদস্য। ভাই খুব উৎফুল্ল মনের মানুষ, কিন্তু কেনো আত্মহত্যা করলো আমরা জানি না। বন্ধুর মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত লাশ দেখতে পাই। সেখানে রুয়েটের শিক্ষক, শিক্ষার্থী, পুলিশ ও ফরেনসিক বিভাগের লোকজন দেখতে পাই।
বোয়ালিয়া মডেল থানার ওসি মেহেদী মাসুদ বলেন, ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা উদ্ধারকৃত মরদেহ রামেক হাসপাতালের মর্গে রেখেছি। তার পরিবারকে খবর দেয়া হয়েছে। তারা এসে যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেয়া হবে। এরপর মরদেহ হস্তান্তর করা হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।