Apan Desh | আপন দেশ

ইবিতে তারুণ্যের শীতবস্ত্র বিতরণ

শীতার্তদের মুখে হাসি ফেরাতে ’তারুণ্যের’ উদ্যোগ

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৫৭, ১১ জানুয়ারি ২০২৫

শীতার্তদের মুখে হাসি ফেরাতে ’তারুণ্যের’ উদ্যোগ

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে। শনিবার (১১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসির ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী ১৬০ জন অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

‘তারুণ্যৎ’' সদস্যরা ক্যাম্পাসসহ কুষ্টিয়া ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে ফান্ড সংগ্রহ করে পথশিশু, গরিব ও অসহায় মানুষের জন্য এ উদ্যোগ নেন। শুরুতে তারা বিভিন্ন এলাকায় টোকেন বিতরণ করেন। পরে টোকেন অনুযায়ী ৩০ জন শিশুকে হুডি ও টুপি দেয়া হয়। একই সঙ্গে ১৩০ জন বৃদ্ধ ও অসহায়দের মাঝে কম্বল ও চাদর প্রদান করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী। বিশেষ অতিথি ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং সংগঠনটির সাবেক সভাপতি মারুফ হাসান ও সাধারণ সম্পাদক রিফাত মাশরাফি প্রত্যয়। সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিনুল ইসলাম। এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক ফাবিহা বুশরাসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। 

সভাপতি আমিনুল ইসলাম বলেন, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও আমরা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের সদস্যরা নিজেদের উদ্যোগে ফান্ড সংগ্রহ করে এ আয়োজন করেছে। আমরা চাই ভবিষ্যতে বৃহত্তর পরিসরে এ উদ্যোগ চালিয়ে যেতে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাসহ সবার সহযোগিতার মাধ্যমে শীতার্তদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহবান জানাই।

‘তারুণ্য’ প্রত্যাশা করে কোনো মানুষ যেন শীতের কষ্টে ভুগতে না হয়। অন্যান্য সংগঠনগুলোও এ উদ্যোগের সঙ্গে যুক্ত হলে অসহায় মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়