Apan Desh | আপন দেশ

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় ছাত্রদলের নিন্দা

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:০৬, ১২ জানুয়ারি ২০২৫

রাবিতে কোরআন পোড়ানোর ঘটনায় ছাত্রদলের নিন্দা

ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিভিন্ন হলে পবিত্র কোরআন পুড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল। 

রোববার (১২ জানুয়ারি) বিকেলে রাবি শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক নাফিউল ইসলাম জীবন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গতরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হল, শহীদ হবিবুর রহমান হল, সৈয়দ আমির আলী হল এবং মতিহার হলসহ কয়েকটি হলে কতিপয় উগ্রবাদী, দুষ্কৃতিকারী, বিশৃঙ্খলাসৃষ্টিকারী গোষ্ঠী মুসলিমদের প্রাণের স্পন্দন পবিত্র ধর্মগ্রন্থ, মহাগ্রন্থ আল কোরআন পুড়ানোর মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে এবং ভারতীয় হিন্দুত্ববাদী গোষ্ঠী বিজেপির লোগো হলের বিভিন্ন দেয়ালে অঙ্কন করা হয়েছে। এ ঘটনায় রাবি ছাত্রদল তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।

রাবি শাখা ছাত্রদলের আহবায়ক সুলতান আহমেদ রাহী বলেন, মুসলিম প্রধান দেশে কোরআন অবমাননা কোনোক্রমেই মেনে নেয়া হবে না। উগ্রবাদী গোষ্ঠী যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অপচেষ্টায় লিপ্ত তাদের যেকোনো মূল্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রতিহত করা হবে। যারা এর সাথে জড়িত সুষ্ঠু তদন্তের ভিত্তিতে অনতিবিলম্বে তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়