ছবি সংগৃহীত
পাঠ্যবই থেকে ‘আদিবাসী’ শব্দ যুক্ত চিত্রকর্ম বাতিল ও বহালের দাবি রাজপথে দুই সংগঠন। ওই শব্দ বাতিলের দাবি স্টুডেন্ট ফর সভারেন্টির। আর বহালের দাবি পাহাড়ি জনগোষ্ঠীর। দুই সংগঠনই বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ‘পাঠ্যপুস্তক ভবন’ ঘেরাও করতে আসে।
দুপুর ১টার দিকে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে ঘটনা ঘটেছে৷ এতে অন্তত ২০জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।
প্রত্যক্শদর্শীরা জানায়, সকাল থেকেই এনসিটিবির সামনে অবস্থান নেন স্টুডেন্ট ফর সভারেন্টি নামের একটি সংগঠনের সদস্যরা। পরে এনসিটিবির সামনে পাহাড়ি জনগোষ্ঠীর বেশ কিছু আন্দোলনকারী মিছিল নিয়ে এলে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে পাহাড়ি আন্দোলনকারীদের একজন সামনে এগিয়ে এলে স্টুডেন্ট ফর সভারেন্টির ব্যানারে থাকা আন্দোলনকারীরাও এগিয়ে যান। পরে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। এ ঘটনায় পাহাড়ি আন্দোলনকারীদের মধ্যে নারীসহ অন্তত চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্টুডেন্ট ফর সভারেন্টির আহবায়ক জিয়াউল ইসলাম বলেন, উপজাতিদের হামলায় স্টুডেন্টস ফর সভারেন্টি'র ১৪ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আমরা এর বিচার চাই।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।