Apan Desh | আপন দেশ

ইবি শিক্ষার্থীকে মারধর করায় বাস আটক করছে শিক্ষার্থীরা

ইবি প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪৬, ১৫ জানুয়ারি ২০২৫

ইবি শিক্ষার্থীকে মারধর করায় বাস আটক করছে শিক্ষার্থীরা

ছবি: আপন দেশ

গড়াই পরিবহনের হেলপার, ড্রাইভার ও শ্রমিক ইউনিয়নের লোকজন কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীকে মারধরের ঘটনায় বাস আটক করেছ শিক্ষার্থীরা। 

বুধবার (১৫ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। বিকেল পৌঁনে ৫টায়  এ প্রতিবেদন লেখা পর্যন্ত গড়াই ও রূপসা পরিবহনের ৫টি বাস আটক করা হয়। 

ভুক্তভোগী শিক্ষার্থীর নাম আসিফ মাহমুদ। তিনি পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

আসিফ জানান, বেলা আনুমানিক ১১টার দিকে তিনি তার স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ থেকে যশোরের উদ্দেশ্যে গড়াই পরিবহন উঠেন। ড্রাইভার গাড়ি দ্রুত চালালে আসিফ তার প্রতিবাদ করে গাড়ির গতি কমাতে বলেন। এ ঘটনায় পরিবহনের ড্রাইভার ও হেলপারদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে তাকে ড্রাইভার ও হেলপার মিলে তাকে মারধর করে। পরে ঝিনাইদহের কালীগঞ্জ এলাকায় গেলে সেখানে আসিফকে নামিয়ে পুনরায় ড্রাইভার, হেলপার এবং কালীগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন মিলে তাকে মারধর করেন।

শিক্ষার্থীরা জানান, বাসের লোকজন বরাবরই শিক্ষার্থীদের সঙ্গে বাজে আচরণ করে। শিক্ষার্থীদের ভাড়া হাফ পাশ থাকলেও তারা ভাড়া কম নিতে চান না। উল্টো আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান বলেন, এ বিষয়ে মালিক শ্রমিক ইউনিয়নের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের সঙ্গে আলোচনায় বসবে। আশা করছি দ্রুত একটা সমাধান হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়