
ছবি: আপন দেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ‘১ম বিপ্লবোত্তর বিতর্ক যুদ্ধ-২০২৫’ শীর্ষক শিরোনামে শুরু হয়েছে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা। শনিবার (১৮জানুয়ারী) ইসলামিক স্টাডিজ বিভাগ ডিবেটিং ক্লাব আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. রইস উদ্দীন।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, ডিবেট মানুষকে যুক্তিসম্মত, বিচারবুদ্ধিসম্পন্ন এবং আত্নবিশ্বাসী বানায়। তাই আমাদের বেশি বেশি ডিবেট করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পতিত ফ্যাসিস্ট শক্তি সব সময় চেয়েছে ডিবেটকে মিনিমাইজ করতে, যাতে তাদের স্বৈরাচারিতার বিরুদ্ধে কোনো শক্তিশালী আওয়াজ তুলতে না পারে। আগামীতে ডিবেটই হবে ফ্যাসিবাদকে মোকাবেলা করার অন্যতম হাতিয়ার বলেন ড. রইস উদ্দীন।
আরও পড়ুন<<>> রাবি থেকে ইউজিসি-পিএসসিতে সদস্য নিয়োগ না দেয়ায় মানববন্ধন
এ সময় ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল্লাহ্, ড. মো: নজরুল ইসলাম, সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ খায়রুল ইসলাম সহ ডিবেটে অংশগ্রহণকারী বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।
এ বিতর্ক প্রতিযোগীতায় মিডিয়া পার্টনার হিসেবে থাকছে দেশের জনপ্রিয় অনলাইন পোর্টাল ঢাকা পোস্ট ও এটিএন বাংলা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।