Apan Desh | আপন দেশ

‘তারা ছাত্রলীগ হতে চায়, সে পথেই এগোচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫৭, ২১ জানুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৬, ২১ জানুয়ারি ২০২৫

‘তারা ছাত্রলীগ হতে চায়, সে পথেই এগোচ্ছে’

সাংবাদ সম্মেলনে কথা বলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী তানজিম মো. সোহরাব রেজা

রাজধানীর বাংলামোটরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনায় মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সংবাদ ব্রিফিং করেছে শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, জুলাইয়ে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হয়, তারা ছাত্রলীগ হতে চায় এবং সে পথেই এগোচ্ছে।

সাংবাদ সম্মেলনে কথা বলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী তানজিম মো. সোহরাব রেজা। তিনি বলেন, মেরে-ধরে চুপ করিয়ে দেয়া যে রাজনৈতিক চর্চা, সেটি ফ্যাসিবাদ গড়ে তুলতে সহায়ক। এর বিরুদ্ধে দাঁড়ানোটাই জুলাই বিপ্লবের স্পিরিট। জুলাইয়ে যখন আমরা দলীয়, ধর্মীয় পরিচয় ফেলে রাজপথে নেমেছিলাম, তখন আমাদের মনে আশার সঞ্চার হয়েছিল। আমরা মনে করেছিলাম, জুলাইয়ের পর অন্তত ছাত্র সংগঠনগুলো পারস্পরিক সহাবস্থান বজায় রেখে দেশের অগ্রগতিতে চেষ্টা করে যাবে। একইসঙ্গে চেষ্টা করবে, ছাত্রলীগের মতো কোনো সন্ত্রাসী সংগঠনের হাতে যেন জিম্মি হতে না হয়। অথচ জুলাইয়ে নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যক্রম দেখে মনে হয়, তারা ছাত্রলীগ হতে চায় এবং সে পথেই এগোচ্ছে।

আরও পড়ুন<<>> বৈষম্যবিরোধীদের কেন্দ্রীয় কার্যালয়ে মারামারি, নারীসহ আহত ৭

তিনি আরও বলেন, সোমবার (২ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা শেষে ফেরার পথে গণপরিবহনের গতি রোধ করে শিক্ষার্থীদের ওপর হামলা করা হয়। ঘটনার পরে আমরা জানতে পারি, এ হামলার পেছনে ছিল আশিকুর রহমান হৃদয় নামের একজন। ইতোমধ্যে তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ভাঙিয়ে নানা অপকর্মের অভিযোগ এসেছে। কেন্দ্রীয় সমন্বয়ক রিফাত রশিদ, আসাদ বিন রনি ও জাহিদদের সামনে হামলার এ ঘটনা ঘটে। চিহ্নিত হামলাকারীদের বিরুদ্ধে যথাযথ সাংগঠনিক ব্যবস্থার আশায় আজ (মঙ্গলবার) দুপুরে আমরা অফিসে এসেছিলাম।

তানজিম মো. সোহরাব রেজা ব্রিফিংয়ে আরও বলেন, হামলায় জড়িতদের বহিষ্কার না করলে আমরা ধরে নিবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনও ক্ষমতার কাছাকাছি গিয়ে ছাত্রলীগের পদাঙ্ক অনুসরণ করছে। দিনে দিনে তারই রূপ ধারণ করছে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের জুলাইয়ের যোদ্ধা বলেন ইমরান। তিনি বলেন, বলেছিলাম ভাই আমার মাথায় বুলেট আছে, মাথায় আঘাত করবেন না। এরপর তার মাথা দেয়ালের সঙ্গে ধাক্কা দেয়া হয়। এ হলো তাদের মুখে মুখে জুলাইয়ের স্পিরিট। আর এ হলো শিক্ষার্থীদের সঙ্গে তাদের আচরণ। রাজনীতির এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে আরও ছোট ছোট শেখ হাসিনা গড়ে উঠবে।

আরও পড়ুন<<>> সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগে অধ্যাদেশ জারি

তিনি আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সম্মিলিত প্ল্যাটফর্ম ছিল। এটিকে টিকিয়ে রেখে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করার অধিকার কারও নেই। এমন কার্যক্রম অব্যাহত রাখলে ছাত্র-জনতা তাদেরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহারের অধিকার থেকে বঞ্চিত করবে।

প্রসঙ্গত, আজ বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কার্যালয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে সংগঠনটির অন্তত সাতজন আহত হয়েছেন। তারা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ ঘটনার পরবর্তী আহতদের পক্ষের শিক্ষার্থীরাই ব্রিফিং করেন। সোমবার যাত্রাবাড়ীতে হামলার ঘটনায় প্রতিকার চাইতে আজ প্ল্যাটফর্মটির কার্যালয়ে আসে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়