Apan Desh | আপন দেশ

স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৬, ২২ জানুয়ারি ২০২৫

স্বতন্ত্র ভর্তি পরীক্ষায় ফিরছে বরিশাল বিশ্ববিদ্যালয়

ফাইল ছবি।

গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। ফলে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আর থাকছে গুচ্ছ ভর্তি পরীক্ষায়। বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

জানা যায়, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ৪৮তম (জরুরি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। 

বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি পরীক্ষা সংক্রান্ত আনুষ্ঠানিক কার্যক্রম দ্রুত শুরু করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য পরবর্তী সময়ে জানানো হবে।  

এ সিদ্ধান্তের ফলে গুচ্ছ ভর্তি পরীক্ষার বাইরে গিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রশ্নপত্র, পরীক্ষা পদ্ধতি ও মূল্যায়ন প্রক্রিয়া বাস্তবায়ন করবে বলে জানা গেছে।  

এর আগে গত ২৩ নভেম্বর গুচ্ছ থেকে বেরিয়ে নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়ার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিন।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়