
ছাত্রলীগ নেত্রী ইয়াসমিন ঐশী ও প্রফেসর ড. মো. রুহুল আমিন।
পরীক্ষা না দিয়েও উত্তীর্ণ হয়েছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ছাত্রলীগ নেত্রী ইয়াসমিন ঐশী। গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর একই বিভাগের শিক্ষক ড. মো. রুহুল আমিনকে প্রশাসনিক পদ হতে অব্যাহতি দেয়া হয়েছে।
তিনি শিক্ষকতার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালকের দায়িত্বে ছিলেন। আর গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক ছিলেন ইয়াসমিন ঐশী।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকালে উক্ত পদ হতে অব্যাহতি দিয়ে পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মো. শাহজামানকে দায়িত্ব দেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।
আরও পড়ুন<<>> বেরোবিতে পরীক্ষা না দিয়েই পাশ ছাত্রলীগ নেত্রী!
একই ঘটনায় প্রফেসর ড. মো. রুহুল আমিনকে অব্যাহতি দেয়া হয়েছে আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কেন্দ্রে ‘এ’ ইউনিটের সমন্বয়কের দায়িত্ব থেকে। সেখানে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমানকে দায়িত্ব দেয়া হয়েছে।
উল্লেখ্য, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেত্রী গণিত বিভাগের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী সুরাইয়া ইয়াসমিন ঐশী মিড সেমিস্টার পরীক্ষায় অংশ না নিয়েও ২১ নাম্বার পান। এর পরই ঐশীকে পাস করিয়ে দেয়ার অভিযোগ উঠে একই বিভাগের কোর্স শিক্ষক অধ্যাপক ড. রুহুল আমিনের বিরুদ্ধে। তবে বিষয়টি অস্বীকার করেছেন ওই শিক্ষক।
এ ঘটনাটি জানাজানি হলে ক্যাম্পাসে এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ায় মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ তদন্ত কমিটি গঠন করে।
আপন দেশ/এসএমএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।