Apan Desh | আপন দেশ

বাকৃবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৬:৩৬, ২৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:৩৬, ২৫ জানুয়ারি ২০২৫

বাকৃবিতে ঢাবির ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ছবি: আপন দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ময়মনসিংহ কেন্দ্রের ভর্তি পরীক্ষা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) সকাল ১১ থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ওই পরীক্ষাটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। 

জানা যায়, এবছর বাকৃবির ৬টি অনুষদের আওতাধীন ১৮ টি অঞ্চলে মোট ১৭০টি কক্ষে সর্বমোট ৮২৭১ জন পরীক্ষার্থীর আসন ব্যবস্থাপনা করা হয়েছে । 

ভর্তি পরীক্ষা চলাকালীন পরীক্ষা কেন্দ্রের  বিভিন্ন কক্ষ পরিদর্শন করেছেন বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল  হক ভূঁইয়া। 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক , রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, ট্রেজারার অধ্যাপক ড. হুমায়ুন কবির, নিরাপত্তা কাউন্সিলের পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ প্রশাসনিক বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ।

বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক  ভূঁইয়া বলেন, ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীর উপস্থিতি প্রায় ৯৬%। এছাড়াও ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানিয়ে পরীক্ষা সংশ্লিষ্ট সকলকে সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানান তিনি।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়