
ছবি : আপন দেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের আয়োজনে শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ৮ম আরইউএসসি ন্যাশনাল সায়েন্স ফিয়েস্টা-২০২৪’। চলবে রোববার (২ ফেব্রুয়ারি) পর্যন্ত। এতে সার্বিক সহযোগিতা করছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়।
শুক্রবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে (টিএসসিসি) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে ‘ন্যাশনাল ফিয়েস্টা’র। এ সময় উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ হাসান নকীব। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রফেসর এমিরিটাস ড. এ. কে. এম. আজহারুল ইসলাম৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মাঈন উদ্দিন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দিন খান, রাবি সায়েন্স ক্লাবের উপদেষ্টা মন্ডলী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রাবি সায়েন্স ক্লাবের সভাপতি মো. মাসুদ। রোববার বিকাল ৪টায় টিএসসিতে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সোমবার (২৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন আয়োজক কর্তৃপক্ষ।
তিন দিনের এই আয়োজনে থাকবে মোট ১৩টি সেগমেন্ট। তারমধ্যে রয়েছে সায়েন্স অলিম্পিয়াড (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়), কেইস সলভিং (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়), সায়েন্টিফিক পেইন্টিং কম্পিটিশন (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়), সায়েন্টিফিক স্টোরি রাইটিং কম্পিটিশন (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়), রুবিক্স কিউব (সবার জন্য উন্মুক্ত), ফটোগ্রাফি কনটেস্ট (সবার জন্য উন্মুক্ত), মোবাইল অ্যাপ আইডিয়া কম্পিটিশন (বিশ্ববিদ্যালয়), দাবা প্রতিযোগিতা (সবার জন্য উন্মুক্ত), প্রোজেক্ট শো কম্পিটিশন (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়), ওয়াল ম্যাগাজিন (স্কুল ও কলেজ), সায়েন্টিফিক ডিবেট (স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়), পোস্টার প্রেজেন্টেশন (বিশ্ববিদ্যালয়) এবং এআই বেইসড বিজনেজ আইডিয়া কম্পিটিশন (সবার জন্য উন্মুক্ত)।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকের জন্য থাকছে সার্টিফিকেট এবং চ্যাম্পিয়ন ও রানার্স-আপদের জন্য আকর্ষণীয় পুরস্কার ও প্রাইজমানি। এছাড়াও থাকছে টি-শার্ট, কলম, স্ন্যাক্স, স্পেশাল গিফট ব্যাগ ইত্যাদি। এবারের ফিয়েস্টার আহবায়ক রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের সভাপতি মাসুদ।
ফিয়েস্টায় টাইটেল স্পন্সর হিসাবে রয়েছে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, ব্রোঞ্জ স্পন্সর উত্তরায়ন আমানা সিটি, স্ট্র্যাটিজিক পার্টনার বিডিঅ্যাপস, স্ন্যাক্স পার্টনার বোম্বে সুইটস, লার্নিং পার্টনার ওলিন এআই, সাপোর্টিং পার্টনার সুরেন্দ্রনাথ এন্ড ভাজাসুন্দরি দাস স্মৃতি তহবিল, মিডিয়া পার্টনার দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড, যমুনা টেলিভিশন এবং দৈনিক দিনকাল, ম্যাগাজিন পার্টনার বিজ্ঞানচিন্তা, ইভেন্ট পার্টনার বিডিইভেন্টস, কমিউনিটি পার্টনার জেসিআই ঢাকা ওয়েস্ট, এডুকেশন পার্টনার সাইফুর'স, ফুড পার্টনার কাজলা ক্যান্টিন, ইউথ এংগেইজমেন্ট পার্টনার টিবিএস গ্র্যাজুয়েটস, ইউনেট, পাবলিকিয়ান, আর ইউ ইনসাইডারস্।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব ২০১৫ সাল থেকে যাত্রা শুরু করার পর থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রচার ও প্রসারে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় ৮ম বারের মতো এ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।