Apan Desh | আপন দেশ

‘সাত কলেজ নিয়ে গঠন হবে উচ্চমানের বিশ্ববিদ্যালয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০১, ২৭ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৭:০২, ২৭ জানুয়ারি ২০২৫

‘সাত কলেজ নিয়ে গঠন হবে উচ্চমানের বিশ্ববিদ্যালয়’

ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত থাকছে না সরকারি সাত কলেজ। ২০২৪-২৫ সেশন থেকে ভর্তি পরীক্ষা নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়। সাত কলেজকে নিয়ে উচ্চমানের বিশ্ববিদ্যালয় গঠন হবে। এ তথ্য জানিয়েছেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে ঢাকা কলেজে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে বৈঠকের পর এ কে এম ইলিয়াস এ সংবাদ সম্মেলন করেন।

তিনি বলেন, সাত কলেজের শিক্ষার্থীদের জন্য শিক্ষক ও শিক্ষাবিদদের মতামতের ভিত্তিতে দাঁড় করানো হবে নতুন এক কাঠামো।

অধ্যক্ষ বলেন, ৬ দফার বিষয়ে আলোচনা হয়েছে। ছাত্রদের প্রস্তাবেই সব দাবির বিষয় সভাতে উত্থাপিত হয়। তবে সব দাবির সিদ্ধান্ত এখনো আসেনি।

অধিভুক্তি বাতিলের বিষয়ে তিনি বলেন, সাত কলেজ আর ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকছে না। শিক্ষক ও শিক্ষাবিদদের সঙ্গে কথা বলে দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে এককাঠামো দাঁড় করানো হবে। যেখানে অধ্যায়ন করবে ৭ কলেজের শিক্ষার্থীরা।

অধ্যক্ষ ইলিয়াস বলেন, সরকারি সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে করা হয়েছিল তৎকালীন সরকারের আমলে। তবে এর সঠিক কোন মূল্যায়ন আমরা দেখতে পাইনি কিংবা কোনো প্রজ্ঞাপনও আমরা দেখিনি। আমাদের এখন যেটি মনে হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের তৎকালীন যারা ভিসি ছিলেন তাদের অভ্যন্তরীণ সমস্যার কারণেই সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন করা হয়েছিল।

তিনি আরও বলেন, যে সব সিদ্ধান্ত এসেছে তাতে সাত কলেজের শিক্ষার্থীরা সন্তুষ্ট কিনা সেটা আলোচনা করে জানানো হবে। ৫ টায় শিক্ষার্থীদের সঙ্গে সাত কলেজের অভিভাবকরা বৈঠক করবেন। পরে তাদের আল্টিমেটামের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়