Apan Desh | আপন দেশ

কৃষকদের গাজর-টমেটো উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছে বাকৃবি

বাকৃবি প্রতিনিধি

প্রকাশিত: ১৯:১৪, ২৭ জানুয়ারি ২০২৫

কৃষকদের গাজর-টমেটো উৎপাদনের প্রশিক্ষণ দিয়েছে বাকৃবি

ছবি: আপন দেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের যৌথ উদ্যোগে মাঠপর্যায়ে গাজর ও টমেটো চাষ নিয়ে কৃষকদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব খামারে ময়মনসিংহের প্রায় ৫০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ নেন।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সেন্টারের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. জহির উদ্দিন, কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. গোলাম রাব্বানী, গাজর ও টমেটো গবেষণার প্রজেক্ট ইনভেস্টিগেটর ও উদ্যানতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ। 

এছাড়াও উপস্থিত ছিলেন বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীম, পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. সামছুল আলম ভূঁঞা, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীসহ বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

প্রশিক্ষণের বিষয়ে কৃষক জিলানী বলেন, আমি গাজর ও টমেটো চাষ করে সফল হয়েছি। চর এলাকায় গাজরের ফলন খুব সুন্দর হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, বর্তমানে বাংলাদেশের কৃষি সেক্টরে খামারিরা আগের চেয়ে যে অনেক বেশি ইনোভেটিভ হয়েছে, তাতে বাকৃবির বিশেষ অবদান রয়েছে যেটা জাতি কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। আর সে তাড়না থেকেই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা আজ অনেক গবেষণামুখী। এ গবেষণা হওয়া উচিত মানুষের জন্য, দেশের জন্য।

উপাচার্য আরো বলেন, কৃষক ও খামারিদের রপ্তানিমুখী বাণিজ্যিকরণ করতে হবে। গাজর-টমেটো হতে শুরু করে সকল কিছুতে আমাদের আরো গবেষণা বাড়াতে হবে। আর সে গবেষণার মাধ্যমে কৃষি উৎপাদন বাড়াতে সহযোগিতা করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, শীতকালীন সবজি হিসেবে বিভিন্ন রঙের গাজর, টমেটোর দেশীয় জাত উদ্ভাবনে দীর্ঘদিন ধরে কাজ করছে অধ্যাপক ড. মো. হারুন অর রশিদ ও তার গবেষকদল। এ প্রকল্পের আওতায় দেশি-বিদেশি বিভিন্ন রঙের ৪০টি গাজরের জার্মপ্লাজম ও ২০টি টমেটোর জার্মপ্লাজম নিয়ে গবেষণা চলছে।

আপন দেশ/এসএমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়