
ছবি: আপন দেশ
পূর্বঘোষিত আল্টিমেটামে নিউমার্কেট থানা ঘেরাও ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস সাত কলেজের সামনে দিয়ে চলাচল নিষিদ্ধ কর্মসূচি প্রত্যাহার করেছেন সাত শিক্ষার্থীদের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে বৈঠক করে শিক্ষার্থী প্রতিনিধি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য মঈনুল ইসলাম। পরে তারা সাংবাদিকদের এ কথা জানান।
মঈনুল ইসলাম বলেন, সরকার আমাদের ছয় দফা দাবির বিষয়ে ইতিবাচক। যেগুলো তাৎক্ষণিক পূরণ করা সম্ভব সেগুলো পূরণ করা হয়েছে। আমরা কর্মসূচি দিয়েছিলাম ২৪ ঘণ্টা পর সাত কলেজের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসসহ অন্যান্য বাস চলতে দেব না। নিউমার্কেট থানা ঘেরাওয়ের যে কর্মসূচি দিয়েছিলাম, সে কর্মসূচি আমরা প্রত্যাহার করে নিলাম।
আরও পড়ুন<<>> ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা
এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার দফতরে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র) মো. খোদা বখস চৌধুরী, ঢাকা কলেজের শিক্ষার্থী রহমতুল্লাহ, ইডেন মহিলা কলেজের সাদিয়া আফরিন মৌ উপস্থিত ছিলেন।
মইনুল ইসলাম আরও বলেন, সোমবার (২৭ জানুয়ারি) সকালবেলা সংবাদ সম্মেলন হয়েছিল। সেখানে ছয় দফা দাবি উপস্থাপন করা হয়েছিল। গতরাতে আমরা ছয় দফা দাবির বিষয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছিলাম। সরকারের পক্ষ থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আলাপ-আলোচনার মাধ্যমে যাতে সমস্যাটা সমাধান হয় সেজন্য ডাকা হয়েছে।
তিনি বলেন, আমরা আমাদের দাবিগুলো এখানে উপস্থাপন করেছি। দাবিগুলো বিভিন্ন প্রক্রিয়া অনুসরণ করে মেনে নেয়া হবে বলে আমাদের আশ্বাস দেয়া হয়েছে।
অন্যদিকে বিকেল ৩টায় ঢাকা কলেজ অডিটোরিয়ামে ঢাকা প্রশাসন ও কলেজের সকল ছাত্রসংগঠনের মতবিনিময় সভা শেষে ঢাকা কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে মামুন শেখ বলেন, নিউমার্কেট থানা ঘেরাওয়ের মতো এরকম সিদ্ধান্ত থেকে আমরা বের হয়ে এসেছি। ঢাবি প্রো-ভিসি মামুন স্যার শিক্ষকসুলভ আচরণ করেননি। তিনি আগে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে এমন সংঘাতের ঘটতো না। এমন কোন আচরণ করব না যেন জনদুর্ভোগ সৃষ্টি হয়।
উল্লেখ্য, সংঘর্ষের পর সোমবার (২৭ জানুয়ারি) সকালে সংবাদ সম্মেলন করে ছয় দফা দাবি জানায় সাত কলেজের শিক্ষার্থীরা। ওইদিনই জরুরি বৈঠকে সাত কলেজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিলের সিদ্ধান্ত হয়। ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ সংবাদ সম্মেলন করে সে সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। পরে সরকারের পক্ষ থেকে জানানো হয় সাত কলেজ নিয়ে বিশ্ববিদ্যালয় করা হবে।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।