Apan Desh | আপন দেশ

মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেছে তিতুমীরের শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪৪, ৩১ জানুয়ারি ২০২৫

মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেছে তিতুমীরের শিক্ষার্থীরা

ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা এবার সড়কে বাঁশ ফেলে অবরোধ করেছেন। শুক্রবার (৩১ জানুয়ারি) বেলা তিনটায় কলেজের সামনের সড়কে বাঁশ ফেলে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।

তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করার দাবিতে দুই দিন ধরে অনশন করে আসছেন শিক্ষার্থীরা। রাষ্ট্রের পক্ষ থেকে এখনো দাবি না মানায়, জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল শেষে কলেজের প্রধান ফটকের সামনে বাঁশ ফেলে মহাখালী-গুলশান সড়ক অবরোধ করেছেন একদল শিক্ষার্থী। এর ফলে সড়কের যানচলাচল বন্ধ রয়েছে। ওই সড়কে যাতায়াতকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। 

এ সময় অনশনকারী শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, সড়ক অবরোধের ফলে যাত্রীদের যে ভোগান্তি হয়েছে, তার দায় আমাদের নয় বরং রাষ্ট্রের। রাষ্ট্র যদি আমাদের দাবি মেনে নেয়, তাহলে আমরা সড়ক ছেড়ে দেব।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়