Apan Desh | আপন দেশ

মিশরের আন্তর্জাতিক বইমেলায় রাবি সাবেক শিক্ষার্থীর থিসিস পেপার

রাবি প্রতিনিধি

প্রকাশিত: ২২:০৩, ১ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:০৯, ১ ফেব্রুয়ারি ২০২৫

মিশরের আন্তর্জাতিক বইমেলায় রাবি সাবেক শিক্ষার্থীর থিসিস পেপার

ছবি: আপন দেশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আরবি বিভাগের সাবেক শিক্ষার্থী আব্দুল মতিনের ২০১১ সালের এমএ থিসিস পেপারটি এখন কায়রো আন্তর্জাতিক বইমেলায় প্রদর্শিত হচ্ছে। ২০১৯ সালে বৈরুতের ‘দারুল কুতুব আল-ইলমিয়্যাহ্’ প্রকাশনী থেকে বই আকারে প্রকাশিত এ থিসিস পেপারটি এখন কায়রো মেলায় বিক্রি হচ্ছে।

মেলা থেকে বইটি কিনে অনুভূতি প্রকাশ করেছেন আল আযহার বিশ্ববিদ্যালয়ের আরবি ভাষার শিক্ষার্থী ইউসুফ আমীন। তিনি বলেন, বইটি কিনে অনেক ভালো লাগলো। টানা ৬৮ পৃষ্ঠা একটানে পড়েছিলাম, অনেক বেশি ভালো লাগায় বইটি সংগ্রহ করলাম।

আব্দুল মতিনের এ গবেষণা কর্মের বাংলা শিরোনাম হলো- ‘প্রাক ইসলামি যুগের কবিতার উন্নয়নে ভবঘুরে ও ডাকু কবিদের অবদান’। বইটির মূল বিষয় হলো- প্রাক ইসলামী যুগের কবিতায় ভবঘুরে এবং ডাকু কবিদের ভূমিকা এবং তাদের সাহিত্যকর্মের গুরুত্ব। গবেষণাপত্রটি রাবির আরবি বিভাগের এমএ পরীক্ষার সনদ অর্জনের জন্য দাখিলকৃত ছিল। বইটির সুপারভাইজার ছিলেন ওই বিভাগের অধ্যাপক ড. এস এম আব্দুস সালাম।

থিসিস পেপারটি  ২০১৯ সালে ৩০ এপ্রিল বই আকারে প্রকাশিত হয়। যা বিক্রির জন্য কায়রো আন্তর্জাতিক বইমেলায় ‘দারুল বয়ান আল আরাবী’প্রকাশনীতে রাখা হয়েছে।

এবারের কায়রো আন্তর্জাতিক বইমেলায় মোট ৮০টি দেশ এবং ১৩৪৫টি প্রকাশনী অংশগ্রহণ করছে। এ বইটি আরব বিশ্বের পাঠকদের কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং এর আরবি বিভাগকে আরও বেশি পরিচিতি দেয়ায় বইয়ের লেখকের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

আব্দুল মতিন তার অনুভূতি প্রকাশ করে বলেন, কায়রোর মতো আন্তর্জাতিক বইমেলায় আমার থিসিস পেপারটি পাওয়া যাচ্ছে দেখে আমি অত্যন্ত খুশি, আলহামদুলিল্লাহ। এশিয়ার বৈরুত থেকে প্রকাশ পেয়ে এখন আফ্রিকার কায়রোতে বইটি প্রদর্শিত হচ্ছে। আমি আশা করি, এটি আমার প্রিয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং আমার প্রিয় আরবি বিভাগকে আরব বিশ্বের কাছে আরও পরিচিত করবে।

আপন দেশ /এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়